কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে আন্তঃবিভাগ অনলাইন বদলি আবেদন শুরু 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

আজ থেকে শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ অনলাইন বদলি কার্যক্রম। যা চলবে আগামী ২৩ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। যা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরে যাচাই ও অনুমোদনের মধ্য দিয়ে বদলি কার্যক্রম সম্পন্ন হবে।

বুধবার (০৭ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুনের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৬ মের একটি নির্দেশনার ভিত্তিতে বদলি কার্যক্রমের সময়সূচি ও নিয়মাবলীর কথা উল্লেখ করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৮ মে থেকে ১০ মে পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে বদলির আবেদন করতে পারবেন। পরবর্তী ধাপে প্রধান শিক্ষক, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভাগীয় উপপরিচালক পর্যায়ক্রমে যাচাই ও অন্যান্য কাজ সম্পন্ন করবেন।

এতে আরও বলা হয়, এই অনলাইন বদলি কার্যক্রমের পুরো প্রক্রিয়া ২৩ মের শেষ হবে। আর ২০ মে আবেদনগুলোর স্বয়ংক্রিয় মনোনয়ন সম্পন্ন হবে এবং ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এসব আবেদন যাচাই করে চূড়ান্ত অনুমোদন দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলির জন্য শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় পছন্দক্রমে নির্ধারণ করতে পারবেন। তবে কেউ চাইলে একটি বিদ্যালয়ও নির্বাচন করতে পারবেন। একবার বদলির আদেশ জারি হলে তা বাতিলের জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

এক্ষেত্রে, বদলি কার্যক্রমের যাচাই-বাছাই সম্পূর্ণরূপে ‘সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা ২০২৩’ অনুসরণ করে করতে হবে। আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে আবেদন ও কাগজপত্র যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ করা আবেদন পরবর্তীতে আর পুনর্বিবেচনার সুযোগ থাকবে না।

অন্যদিকে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ২১৬টি উপজেলা ও থানায় ইতোমধ্যেই ১০ শতাংশের বেশি শিক্ষক অন্যান্য উপজেলা থেকে বদলি হয়ে এসেছেন। তাই এসব উপজেলা বর্তমানে আন্তঃবিভাগ অনলাইন বদলির আওতাভুক্ত থাকবে না। তবে বাকি ২৭১টি উপজেলা ও থানায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

এর আগে আন্তঃউপজেলা ও আন্তঃজেলা বদলির কাযকম শেষ হয়েছে। আন্তঃবিভাগ শেষ হলে মহানগর ও সিটি কপোরেশন শুরু হবে বলে জানিয়েছে গণশিক্ষা মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়লেন ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুতরা

আ.লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন : রিজভী

আত্মসমর্পণ করে জামিন পেলেন নির্মাতা চয়নিকা

জেদ্দা মাতাবে নগর বাউল

মুন্সীগঞ্জে ট্রিপল মার্ডার / ৩ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

থ্রিলার নয়, যুদ্ধ ছিল ‘ফঁ্যাকড়া’র শুটিং

পাকিস্তানজুড়ে ভারতের হামলা, ১২ ড্রোন ভূপাতিত

পালিয়ে ক্লান্ত খুনের আসামি, থানায় আত্মসমর্পণ

আবদুল হামিদের সঙ্গে আর কারা গেলেন  

শক্তি দেখানোর আগেই হার মানা যুদ্ধজাহাজ

১০

পিএসসি সংস্কারসহ জবি শিক্ষার্থীদের ১০ দাবি 

১১

ময়মনসিংহে আ.লীগ নেতাকে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

১২

ক্ষমতা যেন কেন্দ্রীভূত না হয়, সেটি সামনে রেখে এগুচ্ছে কমিশন : আলী রীয়াজ

১৩

শাকিব খানের ‘তাণ্ডব’এ জয়া আহসান

১৪

ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে ঢাবিতে নিয়োগের নির্দেশ

১৫

‘চায়না দুয়ারী’ জালের ছড়াছড়ি, অস্তিত্ব সংকটে দেশীয় মাছ

১৬

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির পঞ্চম ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার

১৭

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবলীগ নেতা আটক

১৮

বার্সার অভিযোগ নিয়ে মুখ খুললেন রেফারি মার্সিনিয়াক

১৯

তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা

২০
X