ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের মধ্যে আরও একজন পুলিশের নজরদারিতে আছেন।
রোববার (১৮ মে) দুপুরে এ তথ্য জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
এদিন ১২টায় শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে ঢাবি শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
এ সময় ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শাহবাগ থানার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’; ‘আমার ভাই মরলো, কেন প্রশাসন জবাব চাই’; ‘শেইম শেইম, শাহবাগ থানা’- এমন স্লোগান দেন শিক্ষার্থীরা।
পুলিশের সঙ্গে বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সিরাজুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি ৬ দিনের মধ্যে প্রধান আসামি ধরতে অগ্রগতি করতে পারব। আসামি ধরতে আরও সক্রিয়ভাবে কাজ করবে পুলিশ বলে আমাদের জানিয়েছেন। বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো আশ্বাস পেলে নতুন কর্মসূচীর বিষয়ে সিদ্ধান্ত নেব।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর কালবেলাকে বলেন, শাহারিয়ার আলম সাম্যের হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। পুলিশ সর্তক অবস্থানে আছে। আমরা আরও একজন আসামিকে নজরদারিতে রেখেছি। তাকে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি। যে ৩ জনকে আমরা গ্রেপ্তার করেছি সে তাদের বন্ধু বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
মন্তব্য করুন