কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি

সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
সাত কলেজের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের পথে অগ্রসর হতে থাকা এই সাত কলেজের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

সোমবার (১৯ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করায় প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে পরবর্তী কার্যক্রম ত্বরান্বিত করার উদ্দেশ্যে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস তার মূল পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত নিয়োগ দেওয়া হলো।

এতে আরও বলা হয়েছে, তিনি বিধি মোতাবেক অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন এবং অধ্যক্ষ পদে চুক্তির অবসান অথবা সরকারের অভিপ্রায় যা পূর্বে ঘটে সে পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সাবেক সমন্বয়কই প্রশাসক, মিলতে পারে অভিজ্ঞতার সুবিধা

অধ্যাপক একেএম ইলিয়াস এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষের পাশাপাশি সাত কলেজের সমন্বয়কের দায়িত্বও পালন করেছেন। ফলে সাত কলেজের প্রশাসনিক কাঠামো ও একাডেমিক বাস্তবতা সম্পর্কে তিনি অত্যন্ত অভিজ্ঞ। ধারণা করা হচ্ছে, এই অভিজ্ঞতাই তাকে প্রশাসক হিসেবে নির্বাচনের অন্যতম কারণ।

বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে যাত্রা শুরু করলেও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য একটি দীর্ঘমেয়াদি রোডম্যাপ এখন সময়ের দাবি। সাত কলেজের সংকট নিরসনে প্রশাসক হিসেবে অধ্যাপক ইলিয়াসের কার্যকর নেতৃত্ব প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গতকাল রোববার (১৮ মে) সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারার আওতায় তাকে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত রেখে এবং অন্য যেকোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে অধ্যাপক ইলিয়াস পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবেন।

প্রশাসক নিয়োগে গতি আসবে কার্যক্রমে

সাত কলেজকে কেন্দ্র করে গঠিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র কার্যক্রম অনেকদিন ধরেই থমকে ছিল প্রশাসক নিয়োগ না হওয়ায়। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, বাজেট পরিকল্পনা, একাডেমিক ক্যালেন্ডারসহ গুরুত্বপূর্ণ কার্যক্রম অনিশ্চয়তায় পড়েছিল।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. ফখরুল ইসলাম বলেন, আমরা সাত কলেজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তারা এখন প্রশাসক নিয়োগ দিয়েছে। নতুন প্রশাসক দ্রুত ভর্তি পরীক্ষা ও প্রশাসনিক কাজকর্মে নির্দেশনা দেবেন। তবে সার্বিক বিষয়ে ইউজিসি দেখভাল করবে।

শিক্ষার্থীরা বলছেন, এই সিদ্ধান্ত তাদের একটি বড় অর্জন। তবে পূর্ণাঙ্গ অধ্যাদেশ ও বিশ্ববিদ্যালয়ের কাঠামো চূড়ান্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত থাকলেও তদারকি চলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামলার ভয়াবহতা সম্পর্কে যা জানা গেল

ওয়ানডে অধিনায়ক হয়ে যে মিশন হাতে নিচ্ছেন মিরাজ

সেলিম ভুঁইয়া ও অমুলেন্দ দাসকে মালয়েশিয়া বিএনপির সংবর্ধনা

ইসরায়েলে মার্কিনিদের নিরাপত্তায় সতর্কতা জারি

‘সিংহের লেজ’ ধরে টান মেরেছে ইসরায়েল

শতাধিক ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা ইরানের

ইরানের পাল্টা হামলার খবরে প্রাইড প্যারেড বাতিল

ইরানে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

ইসরায়েলের হামলায় ইরানের সাবেক জাতীয় নিরাপত্তা প্রধান নিহত 

মারা গেছেন কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী

১০

পরী বানাচ্ছেন ‘কাচের বাড়ি’

১১

ইসরায়েলে পাল্টা হামলা চালাল ইরান

১২

ইসরায়েলের হামলা : ইরানের পাশে দাঁড়াল সৌদি

১৩

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

১৪

ইসরায়েলি হামলায় নিহত দুই পরমাণু বিজ্ঞানীর পরিচয় প্রকাশ

১৫

ইসরায়েলি বোমার শব্দে ঘুম ভাঙল ইরানিদের, দেখুন ছবিতে

১৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩৮ হাজার যানবাহন পারাপার

১৭

কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ করলেন ড. ইউনূস

১৮

‘আ.লীগ-জাপার জায়গা বিএনপিতে হবে না’

১৯

আকাশসীমা বন্ধ করল ইরান

২০
X