মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন করতে হবে বিজোড় মাসে। আর এই আবেদন নিষ্পত্তি করা হবে। গত ১১ সেপ্টেম্বর মাউশির মহাপরিচালক অধ্যাপক আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার (২৮ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত চিঠি মাউশির ৯টি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে বলে চিঠিতে বলা হয়েছে।
চিঠিতে মাউশি বলেছে, প্রতিষ্ঠান পর্যায়ে অনলাইনে আবেদন করবে প্রতি বিজোড় (জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর ও নভেম্বর) শেষ দিনের মধ্যে। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা প্রতিষ্ঠান কর্তৃক দাখিলকৃত আবেদন পরবর্তী প্রতি জোড় মাসের ৫ তারিখের মধ্যে নিস্পত্তি করবেন।
আরও বলা হয়, জেলা শিক্ষা কর্মকর্তারা উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক প্রাপ্ত আবেদন প্রতি জোড় মাসের ১২ তারিখের মধ্যে নিষ্পত্তি করবেন। আঞ্চলিক পরিচালক/উপপরিচালকরা জেলা শিক্ষা কর্মকর্তা থেকে প্রাপ্ত আবেদনগুলো প্রতি জোড় মাসের শেষ দিনের মধ্যে নিষ্পত্তি করে ইএমআইএস সেলে পাঠাবেন। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর হবে।
মন্তব্য করুন