ভারতের পররাষ্ট্রমন্ত্রী শ্রী এস জয়শঙ্কর জাতিসংঘ সাধারণ অধিবেশনে পাকিস্তানকে সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেছেন, প্রধান আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার সূত্রপাত এক দেশেই ঘুরেফিরে ঘটে। বিশেষভাবে তিনি পেহেলগামের সাম্প্রতিক হামলার উদাহরণ টেনে বলেন, সেখানে ২৬ নিরীহ পর্যটক নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
জয়শঙ্কর বলেন, ‘যখন কোনো দেশ সন্ত্রাসকে রাষ্ট্রনীতি হিসেবে ঘোষণা করে, সন্ত্রাসী ঘাঁটি শিল্পায়িত স্কেলে পরিচালিত হয় এবং সন্ত্রাসীদের প্রকাশ্যে প্রশংসা করা হয়, তখন এ ধরনের কার্যকলাপকে স্পষ্টভাবে নিন্দা জানানো জরুরি।’
তিনি পাকিস্তানকে ‘বিশ্ব সন্ত্রাসের কেন্দ্রবিন্দু’ হিসেবে উল্লেখ করে বলেন, দশকের পর দশক ধরে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান দায়ী। তিনি আরও বলেন, যারা সন্ত্রাসকে অর্থায়ন করে তাদের রুখতে হবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের পুরো ইকোসিস্টেমের ওপর চাপ প্রয়োগ করা প্রয়োজন।
জয়শঙ্কর ভারতের সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, যেমন অপারেশন সিঁদুর প্রসঙ্গে বলেন, ভারত তার নাগরিকদের সুরক্ষায় সক্রিয় এবং সন্ত্রাসের সঙ্গে জড়িতদের ন্যায়বিচার করেছে।
এবারের বক্তব্যের কয়েক ঘণ্টা আগে ভারতের কূটনীতিক পেটাল গাহলটও পাকিস্তানকে নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সন্ত্রাসকে প্রশংসা করেছেন। তিনি বলেন, যদি ধ্বংস হওয়া রানওয়ে এবং পোড়া হ্যাংগারকে পাকিস্তান বিজয় মনে করে, তাদের সেই আনন্দ উপভোগ করতে দেওয়া যায়।
মন্তব্য করুন