রাজধানীর ৭টি সরকারি কলেজকে একীভূত করে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র খসড়া অধ্যাদেশ নিয়ে ছয় হাজারের বেশি মতামত পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাপ্ত মতামতসমূহ সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষাবিদ ও শিক্ষা সংশ্লিষ্ট সুশীল সমাজসহ অংশীজনদের নিয়ে ধারাবাহিক পরামর্শ সভা আয়োজন করা হবে। স্বচ্ছ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশে সবার মতামত প্রতিফলিত করার লক্ষ্য রয়েছে। অংশীজনদের গঠনমূলক মতামত ও বিধিসম্মত প্রক্রিয়ায় খসড়া পর্যালোচনা শেষে এমন একটি বাস্তবসম্মত ও কার্যকর অধ্যাদেশ প্রণয়নের কাজ চলছে, যা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার সর্বোত্তম স্বার্থ নিশ্চিত করবে। মন্ত্রণালয় সংশ্লিষ্টদের এ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানিয়েছে।
প্রস্তাবিত অধ্যাদেশের খসড়া গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং ৯ অক্টোবর পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিল। ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই ঢাকার ৭টি বড় সরকারি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়, যার ফলে শুরু থেকেই বিভিন্ন সংকট সৃষ্টি হয়। চলতি বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। তবে নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হওয়ার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
বর্তমানে ঢাকা কলেজের অধ্যক্ষকে প্রশাসক করে অন্তর্বর্তী ব্যবস্থায় সাত কলেজের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এতে কলেজগুলো নতুন করে সংকটের মুখে রয়েছে। কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।
মন্তব্য করুন