চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

আরএনবির শীর্ষ দুই পদে ‘সমঝোতার’ রদবদল!

বাঁ থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামকে পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম। ছবি : কালবেলা
বাঁ থেকে রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামকে পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম। ছবি : কালবেলা

বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) শীর্ষ দুই পদে রদবদল করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমান্ডেন্ট মো. আশাবুল ইসলামকে পশ্চিমাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলের চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলামকে পূর্বাঞ্চলে বদলি করা হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) রেলওয়ের পার্সোনাল-০১ শাখার উপপরিচালক জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত এক দপ্তরাদেশের মাধ্যমে এই বদলি করা হয়। মাত্র এক বছরের মাথায় তাদের আবারও স্থানান্তর করা হলো।

এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর শীর্ষ এই দুই কর্মকর্তার বদলি অনেকটা নিয়মিত ঘটনা হিসেবে দাঁড়িয়েছে। সর্বশেষ গত বছর ২৭ আগস্ট তাদের স্থানান্তর করা হয়। এর আগে ২০২১ সালেও তাদের একইভাবে স্থানান্তর করা হয়। বিষয়টি অনেকটা ‘সমঝোতার’ বদলি হিসেবেই দেখছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৭ সালে রেলওয়ের ১৮৫ সিপাহি নিয়োগে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে আলোচনায় এসেছিলেন জহিরুল ইসলাম। পরে আরএনবিতে বদলি বাণিজ্য, র‌্যাঙ্ক বাণিজ্য, আরএনবির শীর্ষ কর্মকর্তাদের লাঞ্ছিত করা, এক রাতেই নিজের বদলি ঠেকানোসহ নানা কাণ্ডে একের পর বিতর্কের জন্ম দিয়েছেন জহিরুল। আরএনবি পূর্বাঞ্চলের প্রধান জহিরুল ইসলাম ও তার স্ত্রী কাজী জিন্নাতুল নাহারের প্রায় সোয়া চার কোটি টাকার সম্পদের খোঁজ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

যখন চিফ কমান্ড্যান্ট জহিরুলের সম্পদের পাহাড়ের খোঁজ চালাচ্ছে দুদক। ঠিক তখনই বাহিনীর প্রধান জহিরুলের একের পর বিতর্কিত কাণ্ড ঘিরে ইমেজ সংকটের মুখে পড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পূর্বাঞ্চলে ফিরে আসায় ফের নিরাপত্তা বাহিনীর সদস্যদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জহিরুল ইসলাম ১৯৯০ সালে সাঁটমুদ্রাক্ষরিক কাম টাইপিস্ট পদে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) যোগদান করেন। ২০০০ সালে তিনি দ্বিতীয় শ্রেণি পদে পদোন্নতি পান। ২০০২ সালের ১০ সেপ্টেম্বর বিসিএস নন-ক্যাডারে (২১তম ব্যাচ) সহকারী কমান্ড্যান্ট পদে, ২০০৬ সালে কমান্ড্যান্ট এবং ২০২০ সালে চিফ কমান্ড্যান্ট পদে বাংলাদেশ রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে পদোন্নতিপ্রাপ্ত হন। জহিরুল ইসলামের স্ত্রী কাজী জিন্নাতুল নাহার বর্তমানে একজন গৃহিণী।

এর আগে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাতাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদে ছিলেন তিনি। ২০১৩ সালে স্বেচ্ছায় অবসরে চলে যান।

নিয়ম বর্হিভূতভাবে নিয়োগ, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আরএনবি প্রধান জহিরুল ইসলাম একে পর এক দুদকের প্রশ্নের মুখে পড়ছেন। টাকার বিনিময়ে অযোগ্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ববন্টন, বিতর্কিতদের ইউনিট প্রধানের দায়িত্ব দিয়ে ইউনিট সাজানো, ডিউটি পালন না করেই ভুয়া বিল বানানো, ব্যাচ বাণিজ্য, বদলি বাণিজ্যসহ, কারাখানা ভিত্তিক চোর চক্রের নিয়ন্ত্রণসহ নানা কুর্কীতির ঘটনা যখনই ঘটছে তখনই উঠে আসছে আরএনবির সদস্যদের নাম।

বদলির বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন কালবেলাকে বলেন, আমি বদলির বিষয়টি শুনেছি৷ তবে আদেশের কপি এখনো পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল আর্জেন্টিনার ফুটবলারকে লাথি মারা সেই ফুটবলারের পরিচয়

হামজাকে দলে পেতে মরিয়া বিশ্বের অন্যতম সেরা ক্লাব

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

১০

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

১১

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১২

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১৩

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১৪

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৫

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৬

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৭

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৮

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৯

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X