কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ০৪:০০ পিএম
অনলাইন সংস্করণ
সাত দফা দাবিতে আন্দোলন

নীলক্ষেত ছেড়ে নিউমার্কেটের সামনে ৭ কলেজের শিক্ষার্থীরা

নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
নীলক্ষেত মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

সাত দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা সরে গিয়ে বর্তমানে নিউমার্কেটের সামনে অবস্থান করছেন।

মঙ্গলবার (২০ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ছেড়ে নিউমার্কেটের সামনে অবস্থান নেন। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সাত কলেজ প্রশাসনের বৈঠক হবে। সেখান থেকে সিদ্ধান্ত জানার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তারা। সে পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ্ বলেন, বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সাত কলেজ প্রশাসনের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের সিদ্ধান্ত আসার অপেক্ষায় শিক্ষার্থীরা রাস্তা থেকে সরে (নীলক্ষেত মোড় থেকে) দাঁড়িয়েছেন। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এতে নীলক্ষেত এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আর যানজটের কারণে বিপাকে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা।

পরে বেলা সোয়া ১২টার দিকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সরকারি ৭ কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যায়।

সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সমন্বয়ক তসলিম চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, আমরা সুপ্রিয়া ম্যামের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। আজকে এ বিষয়ে মিটিং রয়েছে। মিটিংয়ে যেন ইতিবাচক সিদ্ধান্ত আসে এজন্য আমরা নীলক্ষেতে অবস্থান কর্মসূচি করছি।

সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের দাবিগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিংয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের হয়রানির কারণ ব্যাখ্যা করতে হবে এবং শিক্ষার্থীদের হয়রানি বন্ধ করতে হবে।

২. যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স পরীক্ষা ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছেন তারা নন- প্রমোটেড তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের ফাইনাল পরীক্ষার সুযোগ দিতে হবে।

৩. সকল বিষয়ে পাশ করার পরও একজন শিক্ষার্থী সিজিপিএ শর্তের জন্য নন-প্রোমোটেড হচ্ছেন। সিজিপিএ শর্ত শিথিল করতে হবে।

৪. বিলম্বে ফলাফল প্রকাশের কারণ ও এই সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার ব্যাখ্যা দিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার পর সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।

৫. ৭ কলেজের শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে অভিভাবক কে/কারা? তারা কোথায় তাদের সমস্যাসমূহ উপস্থাপন করবে? তা ঠিক করে দিতে হবে।

৬. একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭. শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, এর আগেও একই দাবিতে কয়েক দফা নীলক্ষেত মোড়ে অবস্থান করে ৭ কলেজের শিক্ষার্থীরা। এ ছাড়া ইডেন কলেজের সামনেও তারা অবস্থান কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

১০

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রীর মৃত্যু

১১

রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ, পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার

১২

দেশে হবে আরও ৫১৬ কমিউনিটি ক্লিনিক

১৩

ফেসবুকে আমেরিকার বিরুদ্ধে কিছু বললেই পাবেন না ভিসা

১৪

মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১৫

আশুলিয়ায় বিপুল অবৈধ সিগারেটসহ আটক ২

১৬

স্কুলছাত্র রনি হত্যা, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

১৭

সরকারি অনুদানে নির্মাণাধীন চলচ্চিত্রের মানোন্নয়নে সহযোগিতা করা হবে : মাহফুজ

১৮

শজিমেক হাসপাতালের উপ-পরিচালকের পদায়ন স্থগিতের দাবি

১৯

সিলেটে পাথর লুটে ১৩৭ নাম

২০
X