কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নেতাকে বরখাস্ত, সারা দেশে মানববন্ধনের ঘোষণা বিটিএর

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ীতে সবুজ বিদ্যাপাঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সারা দেশে একসঙ্গে মানববন্ধন পালনের ঘোষণা দিয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারা দেশের জেলা সদর পর্যায়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

আজ রোববার (১৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে আন্দোলন করেছিলেন বিটিএ সাধারণ সম্পাদক এবং সবুজ বিদ্যাপাঠ স্কুলের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

এ ছাড়াও প্রতিষ্ঠানের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এসএসসির ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের থেকে দ্বিগুণ অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের অর্থায়নে অস্বচ্ছ উপায়ে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনৈতিকভাবে ও স্বজনপ্রীতির কারণে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। নিয়োগপত্রে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকার শর্ত থাকলেও সভাপতি নিজ স্বাক্ষরের মাধ্যমে এসব নিয়োগ দেন।

বজলুর রহমান মিয়া বলেন, প্রতিবছর সিএ ফার্ম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের‍ নিরীক্ষা প্রতিবেদন এবং পরীক্ষা ও নিরীক্ষা অধিদপ্তরের দুটি নিরীক্ষা প্রতিবেদন থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভাপতি মিথ্যা একটি প্রতিবেদন তৈরি করেন। সেই প্রতিবেদনের আলোকে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বারবার সেই প্রতিবেদনের কপি চাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি। উপরন্তু ওই নোটিশের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে তাকে স্কুলে ও নিজ কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, আলী আজগর হাওলাদার, বেগম নুরুন্নাহার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১০

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১১

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১২

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৩

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৪

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৫

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৬

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৭

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৮

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৯

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

২০
X