শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষক নেতাকে বরখাস্ত, সারা দেশে মানববন্ধনের ঘোষণা বিটিএর

জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি : কালবেলা

রাজধানীর যাত্রাবাড়ীতে সবুজ বিদ্যাপাঠ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে সাময়িক বরখাস্ত করার প্রতিবাদে সারা দেশে একসঙ্গে মানববন্ধন পালনের ঘোষণা দিয়েছে মাধ্যমিক স্তরের শিক্ষকরা।

আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং সারা দেশের জেলা সদর পর্যায়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করবেন।

আজ রোববার (১৯ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এই কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া বলেন, মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ নিয়ে আন্দোলন করেছিলেন বিটিএ সাধারণ সম্পাদক এবং সবুজ বিদ্যাপাঠ স্কুলের অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ।

এ ছাড়াও প্রতিষ্ঠানের নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, এসএসসির ফরম পূরণ বাবদ শিক্ষার্থীদের থেকে দ্বিগুণ অর্থ আদায়ের মাধ্যমে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের অর্থায়নে অস্বচ্ছ উপায়ে শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অনৈতিকভাবে ও স্বজনপ্রীতির কারণে নিয়োগ পরীক্ষার উত্তরপত্র পরিবর্তনের মাধ্যমে নিয়োগ দিয়েছেন। নিয়োগপত্রে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকার শর্ত থাকলেও সভাপতি নিজ স্বাক্ষরের মাধ্যমে এসব নিয়োগ দেন।

বজলুর রহমান মিয়া বলেন, প্রতিবছর সিএ ফার্ম থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের‍ নিরীক্ষা প্রতিবেদন এবং পরীক্ষা ও নিরীক্ষা অধিদপ্তরের দুটি নিরীক্ষা প্রতিবেদন থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সভাপতি মিথ্যা একটি প্রতিবেদন তৈরি করেন। সেই প্রতিবেদনের আলোকে অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। বারবার সেই প্রতিবেদনের কপি চাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তা দেওয়া হয়নি। উপরন্তু ওই নোটিশের ভিত্তিতে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের নোটিশ দেওয়া হয়েছে। বর্তমানে তাকে স্কুলে ও নিজ কক্ষে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সমিতির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ মো. আবুল কাশেম, আলী আজগর হাওলাদার, বেগম নুরুন্নাহার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়’

নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে ভারত

সুপ্রিম কোর্টের হাতে যাচ্ছে আইন মন্ত্রণালয়ের যেসব ক্ষমতা

থাইল্যান্ড পরীক্ষায় নামছে ঋতু-আফিদারা

রিশাদের ঝুলিতে দুই রেকর্ড

ভাইফোঁটায় ঘরে ঘরে ভ্রাতৃস্নেহের আনন্দ

হাসিনা সরকারের কিছু প্রাথমিক ‘ভুল’ ছিল: জয়

কক্সবাজারে অসুস্থ ঘোড়াদের চিকিৎসা দিয়েছে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

অধিগ্রহণ হচ্ছে চাঁদপুর মেডিকেল কলেজের জমি

পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সাংবাদিকের ওপর হামলা

১০

বাংলামোটরে ৪৩তম বিসিএস নন-ক্যাডার চাকরিপ্রত্যাশীদের সড়ক অবরোধ

১১

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা

১২

বিএনপি-জামায়াতের অভিযোগ যেসব উপদেষ্টার নিয়ে

১৩

রাবি চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে শাটডাউন, চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলন

১৪

ফের লঘুচাপের আভাস, বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৫

‘নজরুলের সাহিত্যকে প্রচলিত মাপকাঠিতে বিচার করা যায় না’

১৬

ট্রেনের ইঞ্জিনে আগুন, চালকের সাহসিকতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা

১৭

জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন বিগত এমপি : কাদের গণি

১৮

নতুন উপজেলায় সংযোজনের প্রস্তাব, ফটিকছড়িতে সড়ক অবরোধ

১৯

‘বিএনপির প্রকৃত কর্মী আরেক কর্মীকে হুমকি দিতে পারে না’

২০
X