কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ষষ্ঠ থেকে দশম শ্রেণির রুটিন প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য ২০২৪ সালের আলাদা এ রুটিন প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

নতুন রুটিন অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ছয় পিরিয়ড ক্লাস হবে। আর নবম শ্রেণির ক্লাস হবে ৭ পিরিয়ড, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

প্রথম থেকে তৃতীয় শ্রেণির পিরিয়ড হবে ৬০ মিনিটের, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির পিরিয়ড হবে ৫০ মিনিটের এবং সপ্তম শ্রেণিতে ৪৫ মিনিটের পিরিয়ড হবে।

দুই শিফটের স্কুলগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ছয় পিরিয়ড ক্লাস হবে। সকালের শিফটে ক্লাস সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

দুপুরের শিফটে ক্লাস শুরু হবে বেলা সাড়ে ১২টায়, শেষ হবে ৫টায়। রোল কলের জন্য প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিটের এবং বাকি পিরিয়ডগুলো ৪০ মিনিটের হবে। সপ্তম পিরিয়ড হবে ৩০ মিনিটের।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য রুটিনে যেভাবে যে বিষয় উল্লেখ আছে, সেভাবেই ক্লাস নিতে হবে। তবে বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়গুলোর পিরিয়ড পারস্পরিক পরিবর্তন করা যাবে।

দশম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত দিন এবং সময়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব সুবিধামতো বিষয় ঠিক করে পূর্ণাঙ্গ রুটিন প্রণয়ন করতে হবে।

নতুন রুটিন অনুযায়ী, নবম ও দশম শ্রেণির জন্য সপ্তম পিরিয়ডে অতিরিক্ত একটি ক্লাস নিতে হবে। রুটিনে উল্লিখিত বিষয়ের গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন, অনুশীলন অথবা হাতে-কলমে কাজগুলো সপ্তম পিরিয়ডে সম্পন্ন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান অবশ্যই প্রতিদিন সমাবেশে শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাইবার ব্যবস্থা করতে হবে।

মাউশির নির্দেশনায় বলা হয়, জাতীয় দিবসগুলো (২১শে ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ, ১৫ অগাস্ট ও ১৬ ডিসেম্বর) শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে দিবস পালনে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস নেবেন। একটি শ্রেণির একটি বিষয়ে একজন শিক্ষককেই দায়িত্ব দেওয়া যাবে। একই শ্রেণির একই বিষয়ে একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া যাবে না।

বিদায়ী বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে পড়ানো হয়। নতুন বছরে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে শুরু হবে নতুন শিক্ষাক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিরোজার নিরাপত্তায় সেনাবাহিনী 

১৭ বছর পর দেশে ফিরছেন জুবাইদা রহমান

খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সহজ করবে : মির্জা ফখরুল

ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি

যাত্রাবিরতি শেষে ঢাকার পথে খালেদা জিয়া

মহড়ার আগেই ডুবে গেল যুদ্ধজাহাজ

হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে যেসব পথে থাকবেন নেতাকর্মীরা

ড্রোন হামলায় মস্কোর সব বিমানবন্দর বন্ধ

সাতসকালে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

১০

চোরাই অটোরিকশা বিক্রি করতে গিয়ে ধরা চক্রের ৪ সদস্য

১১

পতাকা হাতে খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুত নেতাকর্মীরা

১২

রাজধানীতে যানজট এড়াতে ডিএমপির নির্দেশনা

১৩

ধুলোয় দমবন্ধ অবস্থা, ইরাকে শত শত মানুষ হাসপাতালে

১৪

আজ এক্সপ্রেসওয়েতে চলবে মোটরসাইকেল-সিএনজি

১৫

একযোগে বিমান হামলা / ইসরায়েলের টার্গেটে তিন দেশ

১৬

চবির সৌন্দর্য গ্রীষ্মের উত্তাপকেও হার মানায়

১৭

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

১৮

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১৯

আজ দেশে ফিরছেন খালেদা জিয়া

২০
X