কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ষষ্ঠ থেকে দশম শ্রেণির রুটিন প্রকাশ

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লোগো।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নতুন ক্লাস রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। এক শিফট ও দুই শিফটের স্কুলের জন্য ২০২৪ সালের আলাদা এ রুটিন প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবি।

নতুন রুটিন অনুযায়ী, এক শিফটের স্কুলগুলো ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সকাল ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত ছয় পিরিয়ড ক্লাস হবে। আর নবম শ্রেণির ক্লাস হবে ৭ পিরিয়ড, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

প্রথম থেকে তৃতীয় শ্রেণির পিরিয়ড হবে ৬০ মিনিটের, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণির পিরিয়ড হবে ৫০ মিনিটের এবং সপ্তম শ্রেণিতে ৪৫ মিনিটের পিরিয়ড হবে।

দুই শিফটের স্কুলগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ছয় পিরিয়ড ক্লাস হবে। সকালের শিফটে ক্লাস সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

দুপুরের শিফটে ক্লাস শুরু হবে বেলা সাড়ে ১২টায়, শেষ হবে ৫টায়। রোল কলের জন্য প্রথম পিরিয়ড হবে ৪৫ মিনিটের এবং বাকি পিরিয়ডগুলো ৪০ মিনিটের হবে। সপ্তম পিরিয়ড হবে ৩০ মিনিটের।

ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য রুটিনে যেভাবে যে বিষয় উল্লেখ আছে, সেভাবেই ক্লাস নিতে হবে। তবে বিশেষ প্রয়োজনে একই দিনের বিষয়গুলোর পিরিয়ড পারস্পরিক পরিবর্তন করা যাবে।

দশম শ্রেণির জন্য রুটিনে উল্লিখিত দিন এবং সময়ে প্রত্যেক প্রতিষ্ঠানকে তাদের নিজস্ব সুবিধামতো বিষয় ঠিক করে পূর্ণাঙ্গ রুটিন প্রণয়ন করতে হবে।

নতুন রুটিন অনুযায়ী, নবম ও দশম শ্রেণির জন্য সপ্তম পিরিয়ডে অতিরিক্ত একটি ক্লাস নিতে হবে। রুটিনে উল্লিখিত বিষয়ের গ্রুপ ওয়ার্ক, প্রেজেন্টেশন, অনুশীলন অথবা হাতে-কলমে কাজগুলো সপ্তম পিরিয়ডে সম্পন্ন করতে হবে।

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান অবশ্যই প্রতিদিন সমাবেশে শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাইবার ব্যবস্থা করতে হবে।

মাউশির নির্দেশনায় বলা হয়, জাতীয় দিবসগুলো (২১শে ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬শে মার্চ, পহেলা বৈশাখ, ১৫ অগাস্ট ও ১৬ ডিসেম্বর) শিখনকালীন কার্যক্রম হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় দিবসে সেশন রুটিন অনুসরণ না করে দিবস পালনে বিভিন্ন বিষয় সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে।

প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরাই ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্লাস নেবেন। একটি শ্রেণির একটি বিষয়ে একজন শিক্ষককেই দায়িত্ব দেওয়া যাবে। একই শ্রেণির একই বিষয়ে একাধিক শিক্ষককে দায়িত্ব দেওয়া যাবে না।

বিদায়ী বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমে পড়ানো হয়। নতুন বছরে দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতে শুরু হবে নতুন শিক্ষাক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত যে ৩০ দল পেল বিশ্বকাপের টিকিট

পুলিশ হেফাজতে থাকাবস্থায় মিডিয়ায় আসামির বক্তব্য, আরএমপি কমিশানরকে আদালতে তলব

বার্সার ইতিহাসের সেরা পাঁচ ব্রাজিলিয়ানের নাম জানালেন রাফিনহা

বিহার / সবচেয়ে কম বয়সী বিধায়ক কে এই তরুণী

আশরাফুলের লাশ কেটে ২৬ টুকরা, আরও চাঞ্চল্যকর তথ্য জানাল র‌্যাব

বিহারের ফলাফলে অবাক রাহুল গান্ধী

ফারিণের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘ফড়িং ফিল্মস’

আ.লীগ ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে : প্রেস সচিব

সাতসকালে বাসে আগুন

নীতীশ কুমারের জাদুকরী নেতৃত্বে এনডিএর চমক

১০

ঢাকায় শীতের আমেজ

১১

বিহারে এনডিএ জোটের বড় জয়

১২

রাজধানীর খিলগাঁওয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

খুনি হাসিনার নির্দেশে কেউ অপকর্মে জড়াবেন না : জামান মোল্লা

১৪

যে ১০ আচরণ ভালো ও সুন্দর সম্পর্কের ইঙ্গিত দেয়

১৫

আলপনা আঁকা অনিন্দ্যসুন্দর প্রজাপতি জংলাবিড়া

১৬

সোহরাওয়ার্দীতে খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপচে পড়া ভিড়

১৭

বিশ্বকাপ থেকে বাদ আর্জেন্টিনা

১৮

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কাকরান একাদশ

১৯

এশিয়ার বাজারে চালের দাম কমতির দিকে

২০
X