মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০১:৩৮ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের রুটিন পরিবর্তন

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

কালবেলায় সংবাদ প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের রুটিন পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সংশোধিত রুটিন প্রকাশিত হয়।

এদিকে রুটিন সংশোধন করায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে শিক্ষার্থীরা।

আগের প্রকাশিত রুটিনে দেখা গেছে, সপ্তাহের প্রায় প্রতিদিনই কোনো না কোনো কোর্সের পরীক্ষা রেখে রুটিন সাজিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরীক্ষার মাঝে প্রস্তুতি নেওয়ার সময় না থাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও সরগরম ছিল।

বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শিরোনামে সংবাদ প্রকাশিত করা হয়ছিল জাতীয় দৈনিক কালবেলায়। এরপরই সংশোধিত রুটিন প্রকাশিত করা হলো।

প্রতিবেদনটিতে বলা হয়েছিল, মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে।

রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মাস্টার্সের পরীক্ষা শেষ হবে আগামী ১১ মার্চ। এর মধ্যে প্রথম সপ্তাহে চারটি, দ্বিতীয় সপ্তাহে চারটি, তৃতীয় সপ্তাহে পাঁচটি এবং চতুর্থ সপ্তাহের প্রথম দুদিনে দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ২৩ দিনে শেষ হবে সব কোর্সের পরীক্ষা। বিভিন্ন কোর্সের পরীক্ষার মাঝে খুব বেশি সময় পাবেন না শিক্ষার্থীরা।

বিগত চার বছরের সূচি বিশ্লেষণ করে দেখা গেছে- প্রতিবছরই পরীক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকদিন করে ছুটি পেয়েছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত ২০২০ সালের পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৫২ দিন, ২০১৯ সালের পরীক্ষা হয়েছে ২০২২ সালের ১০ মে থেকে ১৫ জুন ৩৭ দিন, ২০১৮ সালের পরীক্ষা হয়েছে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ৩৭ দিন, ২০১৭ সালের পরীক্ষা হয়েছে ২০১৯ সালের ২২ জুন থেকে ৫ আগস্ট ৪৫ দিন। কিন্তু আসন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা সেই সময় পাবেন না জেনেই ক্ষোভ জানিয়েছেন।

সদ্য প্রকাশ হওয়া পরীক্ষার রুটিন দেখে উদ্বেগ জানিয়ে টঙ্গী সরকারি কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী নাফিসা আতিক জানান, এক বছরের মাস্টার্স শেষ করতে ৩ বছর লাগিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন বাংলা বিভাগের সাতটি বিষয়ের পরীক্ষা ১০ দিনেই শেষ করার রুটিন দিলো। প্রতিদিন পরীক্ষা দেওয়া আমাদের জন্য খুবই কঠিন হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিট ভিন্ন কলেজে হয় তাই যাতায়াতেই অনেক সময় চলে যাবে। শিক্ষার্থীরা ভালো করে প্রস্তুতি নিতে না পারলে তাদের পরীক্ষা খারাপ হবে। এর দায় কে নেবে?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১০

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১১

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১২

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১৩

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৪

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৫

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৬

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১৭

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১৮

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১৯

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

২০
X