কালবেলা প্রতিবেদক ও জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

জাবিতে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতাসহ ৪ জন রিমান্ডে

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হয়। ছবি : কালবেলা
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আসামিদের আদালতে তোলা হয়। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ চারজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামিদের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মিজানুর রহমান। অপরদিকে আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করা হয়। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠানোর আবেদন আমলে নেওয়া হয়।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, ৪৬তম ব্যাচের মীর মশাররফ হোসেন হল ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী সাগর সিদ্দিকী, ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হাসান সাগর ও ৪৫তম ব্যাচের হাসানুজ্জামান।

এর আগে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফি বলেন, ভুক্তভোগীর স্বামী রাতেই বাদী হয়ে আশুলিয়া থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। মামলায় মোস্তাফিজ ও মামুনুর রশীদকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া বাকি চারজনের বিরুদ্ধে মারধর ও আসামিদের পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।

এখনও পলাতক রয়েছেন অপর দুই আসামি। তারা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মুরাদ ও ভুক্তভোগীর স্বামীর পূর্বপরিচিত মামুনুর রশিদ। মামুনুর বিশ্ববিদ্যালয়ের বহিরাগত। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকের ভুক্তভোগীকে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। একই সঙ্গে আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

অভিযোগে বলা হয়েছে, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ আবাসিক হলের ৩১৭ নম্বর কক্ষে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে বোটানিক্যাল গার্ডেনে কৌশলে নিয়ে যান অভিযুক্তরা। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করেন আসামি মোস্তাফিজুর রহমান ও মামুনুর রশীদ মামুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৫০

প্রেম করছেন সৃজিত-সুস্মিতা

খাদ্যে বিষক্রিয়ায় ভাইবোনের মৃত্যু

বার্সেলোনার ‘নতুন ১০ নম্বর’ ইয়ামাল

মেসি গোল পেলেন না, মায়ামিও জিতল না

৮০ হাজার গোপন ছবি-ভিডিওসহ নারী গ্রেপ্তার, করতেন ব্লাকমেইল

বগুড়ায় বিএনপি নেত্রীকে হত্যার হুমকি

পুরুষ কর্মীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৭ জুলাই: আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

১০

থমথমে গোপালগঞ্জ

১১

ফিরে দেখা ১৭ জুলাই / গায়েবানা জানাজায় পুলিশের বাধা, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১২

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

১৩

বিয়ে করছেন সেলেনা গোমেজ

১৪

আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

১৫

স্টোর ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে সিএসআরএম

১৬

পশুপ্রেম থেকে পরিশুদ্ধ জীবনে মিমি চক্রবর্তী

১৭

ব্রাঞ্চ ম্যানেজার নিচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিকস

১৮

পাহাড়ের মাটিতে রাম্বুটান, সম্ভাবনার নতুন দিগন্ত

১৯

‘জুলাই বিপ্লবের এক বছরেও আওয়ামী ফ্যাসিবাদীদের দমন করা যায়নি’

২০
X