রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

গবেষণা সরঞ্জাম কিনতে ৩০৫ স্কুল পেল ১ কোটি ৮৩ লাখ টাকা

স্কুলের শিক্ষার্থীরা গবেষণা করছে। পুরোনো ছবি
স্কুলের শিক্ষার্থীরা গবেষণা করছে। পুরোনো ছবি

দেশের ৫৭ জেলার ৩০৫টি স্কুলকে গবেষণাগার সরঞ্জামাদি কেনার জন্য ১ কোটি ৮৩ লাখ টাকা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ৩টি ক্যাটাগরিতে ভাগ করে স্কুলগুলোকে এ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি স্কুল পেয়েছে ৬০ হাজার টাকা করে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে মন্ত্রণালয়ের অধীন চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। গত ১৩ জুন চিঠিটি স্বাক্ষরিত হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট শাখা) লিউজা-উল-জান্নাহ।

জানতে চাইলে লিউজা-উল-জান্নাহ কালবেলাকে বলেন, ৩০৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে ল্যাবরেটরির সরঞ্জামাদি কেনার জন্য এ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা গেছে, ৩টি ক্যাটাগরির মধ্যে এ ক্যাটাগরিতে ২৯ জেলার ১৭৩টি, বি ক্যাটাগরিতে ২৩ জেলার ১১৩টি এবং সি ক্যাটাগরিতে ৫ জেলার ১৯টি স্কুল রয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ‌‘গবেষণাগার সরঞ্জামাদি’ খাতে বরাদ্দকৃত দুই কোটি সাত লাখ টাকা থেকে সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামের পাশে উল্লিখিত অর্থ বরাদ্দ প্রদানসহ ১ কোটি ৮৩ লাখ টাকা কয়েকটি শর্তে মঞ্জুর করা হলো।

শর্তগুলো হলো- ছাড়কৃত অর্থ ব্যয়ে সরকারের যাবতীয় প্রচলিত আর্থিক বিধি-বিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে; অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে; এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম উদঘাটিত হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন; কোন প্রতিষ্ঠানের নামে দুবার মঞ্জুরি হয়ে থাকলে সেক্ষেত্রে একটি মঞ্জুরির বিপরীতে মঞ্জুরকৃত অর্থ ছাড় করতে হবে; বরাদ্দকৃত অর্থ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী গবেষণা সরঞ্জামাদি ক্রয় ব্যতীত অন্যকোনো খাতে ব্যয় করা যাবে না।

শর্তাবলীর মধ্যে আরও রয়েছে- প্রতিষ্ঠানের প্রধান বিলের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসকের (শিক্ষা/সার্বিক)/উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষরে সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক/জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা/উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিষ্ঠানের নামের পার্শ্বে বর্ণিত অর্থ উত্তোলন ও পরিশোধ করতে পারবেন; গবেষণা সরঞ্জামাদি ক্রয়ের বিষয়টি যাচাই করার জন্য সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা/সার্বিক) সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন ও মনিটরিং করবেন এবং এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগকে অবহিত করবেন এবং গবেষণা সরঞ্জামাদি ক্রয়ের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠানের রেজিস্ট্রারে তা লিপিবদ্ধ করবেন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরিদর্শনের সময় তা প্রদর্শন করবেন, গবেষণা সরঞ্জামাদি ক্রয়ে কোনো অনিয়ম দেখা দিলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বিক্ষোভ মিছিল থেকে জাপা অফিসে ভাঙচুর

প্রতিটি জেলা থেকে ট্যালেন্ট হান্ট চালু করবে বিএনপি : আমিনুল হক 

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

১০

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

১১

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

১২

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

১৩

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

১৪

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

১৫

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১৬

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১৭

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১৮

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৯

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

২০
X