জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যে তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয়।
এ বিষয়ে রওশন এরশাদ বলেন, অনেকেই ভুল নিউজ প্রচার করছে। আমি এখনো মনোনয়ন ফরম সংগ্রহ করিনি।
এ ছাড়াও গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বিরোধীদলীয় এই নেতা।
আজ সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
তপশিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন