দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬ আসনে ৯৪ প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন। দুইজন প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। এবার এ বিভাগের ভোটযুদ্ধে লড়ছেন ২২৬ জন প্রার্থী। নির্বাচনে অংশ নিতে ৩২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
খুলনা
খুলনা-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাকের পার্টির আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব প্রশান্ত কুমার রায় ও স্বতন্ত্র প্রার্থী খুলনা সিটির ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা শেখ আবেদ আলী। খুলনা-২ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিদায়েতুল্লাহর মনোনয়ন বাতিল হয়েছে। গণতন্ত্রী পার্টির মতিয়ার রহমানের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। খুলনা-৩ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। স্বতন্ত্র প্রার্থী কাইজার আহমেদ ও ফাতেমা জামান সাথীর মনোনয়ন বাতিল হয়েছে। খুলনা-৪ আসনে ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল রানা, আতিকুর রহমান, রেজভী আলম, এইচএম রওশন জামির ও মোত্তজা রশিদী দারা, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান। খুলনা-৫ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী শেখ আকরাম হোসেন, জাতীয় পার্টির শহীদ আলম, বাংলাদেশ কংগ্রেসের এসএমএ জলিল ও ইসলামী ঐক্যজোটের তরিকুল ইসলাম। খুলনা-৬ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী এসএম রাজু, অহিদুজ্জামান মোড়ল, গাজী মোস্তফা কামাল, জিএম মাহবুবুল আলম ও মোস্তফা কামাল জাহাঙ্গীর।
বাগেরহাট বাগেরহাট-১ আসনে বাংলাদেশ কংগ্রেসের কাজী রবিউলের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। বাগেরহাট-২ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির হাজরা সহিদুল ইসলাম, তৃণমূল বিএনপির মরিয়ম সুলতানা ও স্বতন্ত্র প্রার্থী এসএম আজমল হোসেন। বাগেরহাট-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম আর জামিল হোসাইনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন।
যশোর যশোর-১ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৩ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির আক্তারুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন ও নাজমুল হাসান। যশোর-২ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৫ জন। স্বতন্ত্র প্রার্থী চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের শামছুল হকের মনোনয়ন বাতিল হয়েছে। যশোর-৩ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৪ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের তৌহিদুজ্জামান, তৃণমূল বিএনপির কামরুজ্জামান, জাকের পার্টির মহিবুল ইসলাম ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান। যশোর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপসচিব সন্তোষ কুমার অধিকারীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। যশোর-৫ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৫ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি খান টিপু সুলতানের ছেলে হুমায়ুন সুলতান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাবলু, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান বারী ও জাকের পার্টির হাবিবুর রহমান। যশোর-৬ আসনে ২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৪ জন। স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা হোসাইন মোহাম্মদ ইসলাম ও আজিজুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।
নড়াইল নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী সিকদার শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। নড়াইল-২ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। স্বতন্ত্র প্রার্থী লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু ও স্বতন্ত্র প্রার্থী নূর ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে।
সাতক্ষীরা সাতক্ষীরা-১ আসনে ১২ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। সাতক্ষীরা-২ আসনে মুক্তিজোট প্রার্থী আব্দুল আজিজের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১০ জন। সাতক্ষীরা-৩ আসনে ৬ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। সাতক্ষীরা-৪ আসনে ৮ জন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধতা পেয়েছে।
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা-১ আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন তৃণমূল বিএনপির তাইজাল হক, স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও শেখ সামসুল আবেদীন। চুয়াডাঙ্গা-২ আসনে ৪ জনের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ, নূর হাকিম, নজরুল মল্লিক ও আব্দুল মালেক।
মেহেরপুর মেহেরপুর-১ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন জাতীয় পার্টির (জেপি) মওলাদ আলী খান, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী ও অপর সহসভাপতি সদর উপজেলা থেকে সদ্য পদত্যাগকারী উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম। মেহেরপুর-২ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। হলফনামায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দিতে না পারায় বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী আল ফারুকের মনোনয়ন স্থগিত করা হয়। বৈধ প্রার্থী রয়েছেন ৯ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী সদ্য গাংনী উপজেলা পরিষদ থেকে পদত্যাগকারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল হক জুয়েল, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা ও সাবেক অতিরিক্ত সচিব আশরাফুল ইসলাম।
ঝিনাইদহ ঝিনাইদহ-১ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আবু বকর ও স্বতন্ত্র প্রার্থী শিহাবুজ্জামান। ঝিনাইদহ-২ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ১০ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন সাংস্কৃতিক মুক্তিজোটের শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নজরুল ইসলাম। ঝিনাইদহ-৩ আসনে দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি টিএম আজিবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন। ঝিনাইদহ-৪ আসনে জাকের পার্টির প্রার্থী ইছাহাক আলী বিশ্বাসের মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৫ জন।
মাগুরা মাগুরা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির সঞ্জয় কুমার ভাদুরীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মাগুরা-২ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। স্বতন্ত্র প্রার্থী মশিয়ার রহমান ও কর্নেল (অব.) কাজী শরিফ উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে।
কুষ্টিয়া কুষ্টিয়া-১ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৯ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটল, পিপলস পার্টির মোহাম্মদ ফজলুল হক এবং স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন। কুষ্টিয়া-২ আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে মিরপুর উপজেলা পরিষদের সদ্য পদত্যাগী চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন, স্বতন্ত্র প্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, শরিফুজ্জামান, পিপলস পার্টির এজেএম শাহিদুজ্জামান, বিএনএম’র আরিফুর রহমান রয়েছেন। কুষ্টিয়া-৩ আসনে ৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৬ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল মারুফ, রাকিবুজ্জামান সেতু, তরিকত ফেডারেশনের মেহেদী হাসান রিজভী ও জাতীয় পার্টির নাফিজ আহমেদ খান টিটো। কুষ্টিয়া-৪ আসনে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ প্রার্থী রয়েছেন ৭ জন। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন সাবেক এমপি আব্দুর রউফ, জাকের পার্টির ফারুক হোসেন ও স্বতন্ত্র প্রার্থী খাইরুল ইসলাম।
মন্তব্য করুন