মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি :
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে নৌকার প্রার্থীসহ কলেজ অধ্যক্ষকে শোকজ

শোকজ করা নৌকার প্রার্থী ও কলেজ অধ্যক্ষ। ছবি : কালবেলা
শোকজ করা নৌকার প্রার্থী ও কলেজ অধ্যক্ষ। ছবি : কালবেলা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারণ দর্শানোর নোটিশ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। একই সাথে দুর্গাপুর দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ বহন করাসহ বিভিন্ন বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি।

সোমবার (২৫ ডিসেম্বর) রাজশাহী-০৫ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি যুগ্ন মহানগর দায়রা জজ লুনা ফেরদৌস স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ দারাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, আব্দুল ওয়াদুদ দারা রাজশাহী-নাটোর মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড়ে সড়ক বিভাজনের ওপর দণ্ডায়মান একটি বড় ছবি দেখতে পান অনুসন্ধান কমিটির সদস্যরা। এ ছবিটি নির্বাচনী বিধিমালা লংঘন করে টাঙ্গানো হয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৬ এর ১০(৪) বিধি লংঘন করার শামিল।

এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা কমিটির নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিকেল ৩টায় লিখিত ব্যাখা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হককে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৫ আসনের (পুঠিয়া-দুর্গাপুর) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান লিখিত অভিযোগ দাখিল করেন এই যে, মোজাম্মেল হক দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ। গত রোববার (২৪ ডিসেম্বর) দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার পর হতে সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেননি।

একই সাথে কলেজ চলাকালীন সময় নিয়মিতভাবে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ এবং অন্যান্য কর্মকাণ্ডে অদ্যাবধি অংশগ্রহণ করে আসছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ সুস্পষ্ট লংঘন এবং প্রচলিত আইনের পরিপন্থি। ৯ ডিসেম্বর বিকেল ৪টায় দাওকান্দি সরকারি কলেজ প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে বর্ধিত সভা করেছেন।

ইতোপূর্বেও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল ওয়াদুদ দারার পক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট দলীয় মনোনয়ন জমা দেন। যা সরকারি কর্মচারি আচরণবিধি লঙ্ঘন। এছাড়া দাওকান্দী সরকারি ডিগ্রি কলেজকে আওয়ামী লীগের দলীয় অফিস হিসেবে ব্যবহার করছেন এবং নিয়মিত প্রচারের কাজে অংশগ্রহণ করছেন।

গত ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি ও ১৪ অক্টোবর রাজশাহী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত পত্রের ফটোকপি পর্যালোচনান্তে প্রতীয়মাণ হয় যে, মোজাম্মেল হক নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করছেন। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘন করার শামিল।

এ অবস্থায় কেন আপনার বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪(১) ও (২) বিধি লংঘনের দায়ে দোষী সাব্যস্ত করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাশাপাশি নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা কমিটির নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে বিকেল ৩টায় লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। ব্যর্থতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আব্দুল করিম কালবেলাকে জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে রাজশাহী-০৫ আসনে নৌকার প্রার্থী ও এক কলেজ অধ্যক্ষকে শোকজ করা হয়েছে শুনেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তথ্য দিলেন সালাহউদ্দিন

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও সদকায়ে জারিয়া

শেবাচিম হাসপাতালে চালু হলো মৃগী রোগীদের ইইজি পরীক্ষা

রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যেসব সুবিধা পান

মশা নিধনে আমেরিকান প্রযুক্তির বিটিআই ব্যবহার শুরু করল চসিক

ববি শিক্ষার্থীকে রাতভর র‌্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি

এনসিপির কমিটি নিয়ে বিরোধ তুঙ্গে, সাংবাদিকদের হেনস্তা-তালাবদ্ধ করার হুমকি

খালেদা জিয়ার অসুস্থতার জন্য আ.লীগ সরকার দায়ী : মুশফিকুর রহমান

১০

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

১১

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

১২

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

১৩

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

১৪

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

১৫

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

১৬

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

১৭

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

১৮

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

১৯

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

২০
X