বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী এবার নজর কেড়েছেন ট্রান্সজেন্ডারের ভূমিকায়। সম্প্রতি প্রকাশিত ‘হাড্ডি’ সিনেমার ট্রেলারে এভাবেই দেখা গেছে তাকে। নওয়াজুদ্দিনকে পর্দায় দেখা যাবে ট্রান্সজেন্ডার রূপে। তাতে অনুরাগ কাশ্যপ থাকবেন গ্যাং লিডার হিসেবে। একজন ট্রান্সজেন্ডার থেকে ভয়ংকর অপরাধী হয়ে ওঠেন নওয়াজ, সেটিই ফুটে উঠেছে ট্রেলারে।
ট্রেলারটি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেতা নওয়াজুদ্দিন লিখেছেন, প্রতিশোধ কি কখনও এমন হাড় শীতল করা হয়েছে? প্রতিশোধের গল্প নিয়ে আসছে হাড্ডি, যা আপনাকে বসা থেকে উঠতে দেবে না।
নওয়াজুদ্দিন ও অনুরাগ ছাড়াও এতে অভিনয় করেছেন মুহম্মদ জিশান আইয়ুব, রাজেশ কুমার, ইলা অরুণ, সৌরভ সাচদেভ, শ্রীধর দুবে, বিপিন শর্মা ও সহর্ষ শুক্লা। ছবিটি পরিচালনা করেছেন অক্ষত অজয় শর্মা। চিত্রনাট্য লিখেছেন অজয় শর্মা ও অদম্য ভল্লা। ‘হাড্ডি’ সিনেমার পর নওয়াজুদ্দিনকে দেখা যাবে ‘বোলে চুরিয়ান’, ‘নুরানি চেহরা’ এবং তেলেগু সিনেমা ‘সাইন্ধব’-এ।
মন্তব্য করুন