বলিউড অভিনেতা আমির খানকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। তার ভাই ফয়সাল খান দাবি করেছেন, আমিরের পরিচিত তিন সন্তানের বাইরে আরও এক পুত্রসন্তান রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়সাল বলেন, আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের আগেই সাংবাদিক জেসিকা হাইনসের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। ওই সম্পর্ক থেকে তাদের একটি ছেলে সন্তান জন্ম নেয়, যার নাম জান।
ফয়সালের দাবি, বিষয়টি প্রমাণ করার জন্য তিনি পর্যাপ্ত তথ্য-প্রমাণ রাখেন। তিনি বলেন, ‘সাহস থাকলে আমির ডিএনএ টেস্ট করে দেখাক। ও অস্বীকার করতে পারবে না। আমি যা বলছি সব সত্যি, প্রমাণ আমার কাছে আছে।’
আমিরের সম্পর্ক টিকিয়ে রাখার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ফয়সালের ভাষায়, ‘রিনার সঙ্গে যখন বনিবনা হচ্ছিল না, তখন আমি কাছেই ছিলাম। পরে ওদের বিবাহবিচ্ছেদ হয়।’
তবে আমির খান বা তার পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন