প্রথম ছবিতেই নজর কেড়েছেন যশরাজ ফিল্মসের ব্যানারে অভিনয় করা আহান পান্ডে। তবে দর্শকের কাছে তিনি ‘আহান’ হলেও, আসলে তার নাম যশ—নিজেই জানালেন অভিনেতা।
আহান সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘আমার আসল নাম যশ। এই নামটা আর আমার প্রথম ছবির প্রযোজনা সংস্থার (যশরাজ ফিল্মস) নাম মিলে গিয়েছে। যশরাজ ফিল্মসে কাজ করাটাই ছিল আমার স্বপ্ন।’
প্রসঙ্গত, মুক্তির পর থেকেই দর্শকের বিপুল ভালোবাসা পাচ্ছে ‘সাইয়ারা’। ছবির গান সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, দর্শক গলা মেলাচ্ছেন থিয়েটারেই। প্রথম ছবিতেই অভিনয় দক্ষতা দিয়ে নজর কেড়েছেন অহন। পাশাপাশি নায়িকা অনীতের পারফরম্যান্সও দর্শকপ্রশংসা কুড়িয়েছে।
মন্তব্য করুন