পাঞ্জাবের বুকজুড়ে আজ যেন কান্নার স্রোত। চার দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় ডুবে গেছে রাজ্যের ২৩টি জেলা, থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জনের বেশি মানুষ, গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে আশ্রয়হীন হাজারো পরিবার। ঠিক এই সময়েই ভরসার হাত বাড়িয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।
পাঞ্জাবের এই বন্যা ১৯৮৮ সালের পর সবচেয়ে ভয়াবহ। হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টিপাতের ফলে শতদ্রু, বিয়াস এবং রবি নদীর পানি বেড়ে যাওয়ায় এই ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে প্রায় ১ হাজার ৬৫৫টি গ্রামের সাড়ে ৩ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সেই ভয়াবহতা অনুধাবন করে শাহরুখের সংস্থা মীর ফাউন্ডেশন পাঞ্জাবের বন্যার্তদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তারা অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা এবং ফিরোজপুরের প্রায় ১৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসরের সহযোগিতায় বন্যার্ত পরিবারগুলোর জন্য জরুরি সামগ্রী সরবরাহ করছে। এর মধ্যে রয়েছে ওষুধ, স্যানিটেশন সামগ্রী, খাদ্যদ্রব্য, মশারি, ত্রিপল এবং বিছানা।
মীর ফাউন্ডেশন মূলত অ্যাসিড হামলার শিকার নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার কাজ করে। এটি নারীর ক্ষমতায়ন নিয়েও কাজ করে। শাহরুখ খান তার বাবা মীর তাজ মুহাম্মদ খানের নামে এ সংস্থাটি প্রতিষ্ঠা করেন।
উল্লেখ্য, কভিড মহামারির সময়েও মীর ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়েছিল। সে সময় তারা অক্সিজেন সিলিন্ডার, হাসপাতালের বেড, রেশন এবং আর্থিক সহায়তা প্রদান করেছিল।
এদিকে শাহরুখ ছাড়াও বলিউড এবং পাঞ্জাবের আরও অনেক তারকা এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট এবং দিলজিৎ দোসাঞ্জ।
সালমান খানের সংস্থা ‘বিইং হিউম্যান’ পাঁচটি উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেওয়ার ঘোষণা দিয়েছে। অভিনেতা সোনু সুদও তার পরিবারের সঙ্গে মিলে হাজার হাজার বন্যার্তকে ত্রাণসামগ্রী বিতরণ করছেন।
মন্তব্য করুন