বলিউডের কাল্ট সিনেমা ‘ম্যায় হু না’ মুক্তির প্রায় দুই দশক পার হলেও এর জনপ্রিয়তা কমেনি বিন্দুমাত্র। শাহরুখ খান, সুস্মিতা সেনসহ একঝাঁক তারকার অভিনয় দর্শককে মুগ্ধ করলেও সিনেমার ভিলেন ‘রাঘবন দত্ত’ চরিত্রে ‘সুনীল সেট্টি’র উপস্থিতি এখনো ভক্তদের মনে জায়গা করে আছে।
তবে চমকপ্রদ তথ্য হলো—এই চরিত্রের জন্য প্রথমে ‘সুনীল সেট্টি’কে নয়, একাধিক কিংবদন্তি অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিলেন পরিচালক ‘ফারাহ খান’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান জানিয়েছেন, ‘ম্যায় হু না’র রাঘবন চরিত্রে অভিনয়ের জন্য প্রথমেই দক্ষিণ ভারতের সুপারস্টার ‘কমল হাসানে’র সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফারাহ বলেন, ‘শাহরুখ নিজেই বলেছিল, কমল হাসান এই চরিত্রটি করবেন। আমি কথা বলেছিলামও। কিন্তু তিনি শেষ পর্যন্ত না করে দেন। পুরোদিন ঘুরিয়ে শেষে রাজি হননি।’
এরপর ফারাহর নজর যায় বলিউডের শক্তিমান অভিনেতা ‘নাসিরুদ্দিন শাহ’র দিকে। তবে তিনিও শেষ পর্যন্ত কাজটি ফিরিয়ে দেন। হতাশ ফারাহ এরপর যান ‘নানা পাটেকারে’র কাছে। নানা শুধু গল্প শুনেই ক্ষান্ত হননি, বরং চরিত্রটিতে কিছু পরিবর্তনের পরামর্শও দিয়েছিলেন। ফারাহ জানান, নানার দেওয়া টিপস মেনে কিছু পরিবর্তন আনা হলেও শেষ পর্যন্ত তিনিও এই চরিত্রে সায় দেননি।
অবশেষে ফারাহর দরবারে আসেন ‘সুনীল সেট্টি’ ওরফে ‘আন্না’। তিনিই লুফে নেন রাঘবনের চরিত্রটি এবং দুর্দান্ত অভিনয়ে সেটিকে দর্শকের হৃদয়ে স্থায়ী করে দেন।
ফারাহ খান বলেন, ‘এত সুন্দরভাবে আমি চরিত্রটি সাজিয়েছিলাম, যে যেই করুক দর্শকের পছন্দ হবেই। সুনীল সেট্টি অভিনয়ের পর প্রমাণ হয়েছে কথাটি। আজও চরিত্রটি দর্শকের মনে গেঁথে আছে।’
মন্তব্য করুন