

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও তার স্বামী, অভিনেতা ভিকি কৌশলের ঘরে এসেছে নতুন অতিথি। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা।
শুক্রবার (৭ নভেম্বর, ২০২৫) সকালে সামাজিক মাধ্যমে ভিকি কৌশল নিজেই এই আনন্দের খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন।
একটি পোস্টে ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে।’ সঙ্গে যোগ করেছেন একটি লাল হৃদয়ের ইমোজি।
২০২১ সালের ডিসেম্বরে ক্যাটরিনা ও ভিকি একে অপরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। বিয়ের পর থেকেই বলিউডের অন্যতম আলোচিত দম্পতি ছিলেন তারা। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায় চলচ্চিত্র অঙ্গনে।
লন্ডনে মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, চলচ্চিত্রের কাজ থেকে বিরতি এবং তীর্থযাত্রায় যাওয়া—সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন আরও জোরালো হয়। অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে দম্পতি পেলেন তাদের প্রথম সন্তানের মুখ দেখার আনন্দ।
গত সেপ্টেম্বর মাসে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’
মন্তব্য করুন