বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’ সিনেমার সাফল্যের মধ্যেই শোনা যাচ্ছে নির্মাতার অ্যাটলির ওপর বেশ চটেছেন ছবির নায়িকা নয়নতারা। ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্র নির্মাণে অভিষেক হয়েছে অ্যাটলির। এটির মাধ্যমেই বলিউডে যাত্রা শুরু করেন নয়নতারা।
‘জওয়ান’ ছবির দ্বিতীয় পর্ব নির্মাণ নিয়ে চলছে জোর আলোচনা। এমন সময় শোনা যাচ্ছে সেই সিনেমায় নয়নতারাকে দেখা না-ও যেতে পারে। শোনা যাচ্ছে, অ্যাটলির ওপর বেশ খেপেছেন অভিনেত্রী।
নয়নতারার মতে, সিনেমায় দীপিকা পাড়ুকোনের চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। যদিও এই ছবিতে ক্যামিও চরিত্র ছিল দীপিকার।
জানা যায়, পরিচালক অ্যাটলির ওপর নয়নতারার মনোক্ষুণ্ণ হওয়ার কারণ—নয়নতারার চরিত্র সিনেমায় কেটে ছোট করে দেওয়া হয়েছে, এমনটাই দাবি অভিনেত্রীর।
দক্ষিণী সিনেমার শীর্ষ নায়িকা নয়নতারা। তবে ‘জওয়ান’ চলচ্চিত্রে তিনি যেভাবে উপস্থাপিত হয়েছেন, তাতে একেবারেই সন্তুষ্ট নন তিনি।
অ্যাটলি ও নয়নতারার মধ্যে দীর্ঘদিন ভালো সম্পর্ক বিরাজ করছে। একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন তারা।
মন্তব্য করুন