ভারতীয় সিনেমার নায়িকা কাজল। তিন দশক ধরে অভিনয়ের জাদুতে মাতিয়ে চলেছেন বলিউড। তবে এই অভিনেত্রী নাকি ক্যামেরার সামনে ঘাবড়ে যান। কাজলের ভাষ্য, যৌন লালসা ক্যামেরায় ফুটিয়ে তুলতে বেগ পেতে হয় তাকে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অভিনেত্রী জানান, তার জীবনে দুটি জিনিস নেই—যৌন আকাঙ্ক্ষা ও লজ্জা। কেউ যদি তাকে লজ্জা পেতে বলে কাজল পাল্টা জিজ্ঞাসা করেন—কীভাবে লজ্জা পেতে হয় বলে দিন। পরে তারা তাকে দেখিয়ে দেন। তখন চোখ নিচু করে লজ্জা পাওয়ার অভিনয় করেন এই অভিনেত্রী। কাজলের ভেতর লজ্জার অনুভূতি না থাকলেও কেউ তাকে লজ্জা পাওয়ার ভঙ্গি দেখিয়ে দিলে তিনি তা করে দেখান।
নব্বইয়ের দশকের ‘ইয়ে দিল্লাগি’ সিনেমার একটি রোমান্টিক গানের উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, পর্দায় উষ্ণ রোমান্স ফুটিয়ে তুলতে বললেও তিনি নাকি নায়ক সাইফ আলির সঙ্গে হাসিঠাট্টায় মেতে ওঠেন। নায়িকা কাজলের হাসি দেখে তখন খুব চটেছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। এমনকি বকাও খেতে হয়েছিল কাজলকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
মন্তব্য করুন