

ভিন্ন পরিচয়ে বাবার বাংলোর পাশে ‘কৃষি জমি’ কিনেছেন শাহরুখকন্যা সুহানা খান। ভারতীয় এক সংবাদমাধ্যমে জানা গেছে, মুম্বাইয়ের অদূরে আলিবাগের থাল গ্রামে দেড় একরের কৃষিজমি কিনেছেন তিনি, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকা। ১ জুন জমিটি সুহানার নামে রেজিস্ট্রি হয়েছে।
জানা গেছে, রেজিস্ট্রির নথিতে সুহানাকে ‘কৃষিবিদ’ বা ‘এগ্রিকালচারিস্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে। যদিও এই স্টারকিড পড়াশোনা করেছেন ফিল্ম মেকিংয়ে। এই কৃষিজমিতে খান পরিবারের কী পরিকল্পনা আছে, তা অজানা।
সুহানা ক্যারিয়ার গড়ছেন শোবিজেই। সিনেমায় আত্মপ্রকাশের আগেই গ্ল্যামার দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন তিনি। চলতি বছরই বিখ্যাত এক কসমেটিক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হয়েছেন শাহরুখকন্যা। সম্প্রতি সুহানার ‘দ্য আর্চিজ’ ছবির টিজার প্রকাশ্যে এসেছে। এর প্রথম ঝলক মুক্তির পর বলিউড বাদশা তার মেয়েকে ভালোবাসা উজাড় করে দিয়েছেন।
জোয়া আখতার পরিচালিত এই ছবিতে মূল চরিত্রে দেখা যাবে সুহানাকে। তিনি ছাড়াও এই ছবিতে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, মিহির আহুজা, বেদাঙ্গ রায়না, যুবরাজ মেন্ডাসহ অভিনয় করেছেন অনেকে। শিগগিরই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা হবে বলে জানা গেছে।
সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস ডটকম।
মন্তব্য করুন