শহিদ কাপুর। বলিপাড়ার অন্যতম সফল অভিনেতা। তার অভিনয়ে মুগ্ধ হয়েছেন অনেকে। বিভিন্ন চরিত্রে পর্দায় দেখা যায় তাকে। এবার ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার মাধ্যমে ফের বড় পর্দায় ফিরছেন অভিনেতা।
তেলেগু সিনেমা ‘অর্জুন রেড্ডি’-র হিন্দি সংস্করণ ‘কবীর সিং’-এ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শহিদ। প্রায় ৪০০ কোটির ব্যবসা করেছিল সিনেমাটি।
গত বছর ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে অর্জুন রেড্ডির দ্বিতীয় হিন্দি সিনেমা ‘অ্যানিম্যাল’। সেই সিনেমার নায়ক রণবীর কাপুর। সিনেমার সাফল্যের পর ইতোমধ্যেই এর সিক্যুয়েল নিয়ে শুরু হয়ে গেছে আলোচনা। ২০২৫ সালে শুট শুরু হওয়ার কথা ‘অ্যানিম্যাল পার্ক’-এর। সেই সিনেমাতে কি দেখা যাবে কবির সিংকে? এই প্রশ্ন নিয়ে জল্পনা শুরু হয়েছে আগেই। এত দিনে ভক্তদের উৎসাহ মেটালেন শহিদ।
তবে ‘অ্যানিম্যাল’ ও ‘কবীর সিং’-এর ক্রসওভারের সম্ভাবনার কথা একেবারে উড়িয়েও দেননি শহিদ। তবে কি সত্যিই আগামী দিনে এক ফ্রেমে ধরা দেবে রণবিজয় ও কবীর?
মন্তব্য করুন