প্রকাশ্যে এল বলিউড বাদশা শাহরুখ খানের সিনেমা ‘জওয়ান’-এর নতুন এক পোস্টার। নির্মাতারা এবার ছবিটির আরেক মূখ্য চরিত্র দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারার পোস্টার প্রকাশ করেছেন। সেটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন শাহরুখ খান।
পোস্টারে নয়নতারাকে দেখা গেছে পুলিশের ভূমিকায়, অ্যাকশন মুডে। তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরা, তার হাতে অস্ত্র, চোখে সানগ্লাস। অ্যাকশনের ইঙ্গিত দেওয়া এই পোস্টার দেখে উচ্ছ্বসিত ‘জওয়ান’ ভক্তরা।
পোস্টারটি টুইটারে শেয়ার করে শাহরুখ লিখেছেন, ‘তিনি সেই বজ্র, যা ঝড়ের আগে আসে! ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল এবং তেলুগুতে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে জওয়ান।’
এবারই প্রথম অ্যাটলির পরিচালনায় অভিনয় করলেন বলিউড বাদশা। দক্ষিণের সিনেমা নির্মাতা অ্যাটলি মানেই যেন অ্যাকশন ও মসলাদার গল্পের মিশ্রণ। জওয়ান সিনেমায় প্রধান ভূমিকায় অভিনয় করছেন শাহরুখ। আরও অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। ৭ সেপ্টেম্বর পর্দায় আসবে ছবিটি।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
মন্তব্য করুন