অভিনয়ে ফিরছেন অভিনেতা মনির খান শিমুল। থ্রিলার গল্পে তৈরি ওয়েব সিরিজ ‘রেড সার্কেল’-এর প্রধান চরিত্রে দেখা যাবে তাকে।
সিরিজে দেখা যাবে— রিও নামে একজন দক্ষিণ এশিয়ার একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বিশ্বের প্রায় প্রতিটি দেশের গোয়েন্দা সংস্থা রিসার্চ করে তাকে নিয়ে।
বাংলাদেশেও তার অস্তিত্ব পাওয়া যায়। তাই সবার জিজ্ঞাসা—কে এই রিও? রেড সার্কেলে শিমুল ছাড়াও আছেন নাফিস আহমেদ, আইনুন পুতুল, ইভা, জোজন মাহমুদ, মিজু ইনজামসহ অনেকে।
রিও মেলোডিস-এর ব্যানারে সিরিজটির কাহিনী, চিত্রনাট্য ও প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়। এটি পরিচালনা করেছেন কামরুল জিন্নাহ।
অভিনেতা শিমুল বলেন, দারুণ থ্রিলার গল্পের সিরিজ ‘রেড সার্কেল’। এমন গল্পে বাংলাদেশে তেমন কাজ হয়নি। কাজও বেশ সুন্দর হয়েছে।
পরিচালক কামরুল জিন্নাহ জানান, তারা চেষ্টা করেছেন ভালো একটি থ্রিলার সিরিজ তৈরির। অভিনয়শিল্পী ও কলাকুশলীরাও যার যার জায়গা থেকে সেরাটা দিয়েছে। তিনি আশা করেন দর্শকদের ভলো লাগবে সিরিজটি।
মন্তব্য করুন