বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০৯:০৩ এএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের পরও একসঙ্গে থাকতে পারছেন না ফারিণ!

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি : সংগৃহীত

এইতো কদিন আগেই বিয়ে করলেন হালের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সাড়ে আট বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। তার স্বামী শেখ রেজওয়ান। বিয়ের পরই নবদম্পতি মধুচন্দ্রিমা কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে।

এরপর থেকেই কাজে ফিরতে হয়েছে দুজনকে। শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় যেতে হয়েছে ফারিণকে। অন্যদিকে রেজওয়ানও ফিরেছে তার কাজে। যার কারণে এ সঙ্গে থাকা হয়ে উঠছে না তাদের।

ফারিণ বলছে, স্বল্প পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অস্ট্রেলিয়াতে চলে এসেছি। অর্থাৎ খুব ব্যস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি।

অস্ট্রেলিয়ায় ফারিণ কী কাজে ব্যস্ত এমন প্রশ্নে তিনি বলেন, অস্ট্রেলিয়া এসেছি শিহাব শাহিনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ নামে একটি ওয়েবফিল্মের শুটিং করতে। এটা আমার প্রথম অস্ট্রেলিয়া ভ্রমণ।

এই ওয়েবফিল্মের সঙ্গে আমার ব্যক্তি জীবনের মিল রয়েছে। শুধু লং ডিসটেন্স রিলেশনশিপের ব্যাপারটায়। আমি আট বছর লং ডিসটেন্স রিলেশনশিপে ছিলাম। এমনকি বিয়ের পরও কাজের জন্য আমার স্বামী আর আমি একসঙ্গে থাকতে পারছি না-যোগ করেন ফারিণ।

গত ১১ আগস্ট পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঘরোয়া পরিসরে বিয়ে সারেন তাসনিয়া ফারিণ। সোমবার বিকেলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ফারিণ নিজেই।

অভিনেত্রী ফারিণ লিখেছেন, সাড়ে আট বছরের প্রেম, বন্ধুত্ব ও পাশে থাকার পর আমরা ১১ আগস্ট ২০২৩ তারিখে অফিসিয়ালি এক হলাম। অনেক দিন হয়ে গেলেও আমি তোমাকে আমার হৃদয়ে প্রথম দিনের মতো করেই পাই। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পাই। বাইরের কোলাহল ছেড়ে আমরা একে অন্যের মধ্যে নিজেদের অভয়ারণ্য তৈরি করেছে।

তিনি আরও লিখেছেন, ক্যামেরার ভূবনে আসার আগে আমি যখন কলেজে পড়তাম, তখন আমরা প্রেমে পড়েছিলাম। তোমাকে পাওয়ার আগে আমার জীবন দ্রুত বদলে যেত। তুমি আমার ছায়ার মতো সেখানে ছিলে। আমার কর্মক্ষেত্রের মানুষ না হয়েও তুমি আমাকে সবসময় অনুপ্রেরণা ও সমর্থন দিয়ে গেছ।

পোস্টের মাঝামাঝি অভিনেত্রী লিখেছেন, আমরা একে অপরকে অগ্রাধিকার দিয়ে শুধু নিজেদের স্বপ্নপূরণের দিকে এগিয়ে গেছি। সময়ের সঙ্গে আমাদের জীবনে বদল এলেও আমাদের গতি ছিল একই দিকে। এ কারণেই আমাদের সম্পর্ক ছিল বেশ ব্যক্তিগত। এটা অনেক সুন্দর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আম্মু হাসপাতালে, সবাই দোয়া করবেন : তমা মির্জা

লক্ষ্মীপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি : অ্যাটর্নি জেনারেল 

রংপুরে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তারা / অনুসন্ধান করে ঘটনার ভেতরের সত্য প্রকাশ করে ‘কালবেলা’ 

৩ ভুয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক করল ইউজিসি

শিক্ষার্থী চারজন, পরীক্ষা দেওয়া দুজনের কেউ পাস করেনি

ধারাবাহিকের মূল ভূমিকায় হেদায়েত উল্লাহ তুর্কী 

রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৭০ শতাংশ

খতমে নবুওয়তের চেতনায় সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যাক কালবেলা : মুহিউদ্দীন রাব্বানী

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন করবেন যেভাবে

১০

চট্টগ্রামে আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি, ২৫ শ্রমিককে উদ্ধার

১১

চীনে ৩০ পাদরি গ্রেপ্তার, বড় অভিযানের আশঙ্কা

১২

মোস্তারির অর্ধশতকে অজিদের বিপক্ষে বাংলাদেশের লড়াকু সংগ্রহ

১৩

‘ভর্তির পরে সবার বিয়ে হয়ে গেছে, তাই কেউ পাস করেনি’

১৪

সর্বপ্রথম কোথায় আজান হয়েছিল, কার কণ্ঠে?

১৫

নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পথ মসৃণ হবে : মির্জা ফখরুল

১৬

রাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থীর

১৭

যমুনা ঘেরাও কর্মসূচি স্থগিত, আন্দোলনরত শিক্ষকদের বড় কর্মসূচি ঘোষণা

১৮

গাজায় সৈন্য পাঠাতে যাচ্ছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া!

১৯

রংপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

২০
X