ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নামে সম্প্রতি ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ খোলা হয়, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ও আলোচনা। বিষয়টি শাবনূর নিজেই লাইভে এসে জানালে ভক্ত-অনুরাগীদের মাঝে সৃষ্টি হয় তোলপাড়। তিনি স্পষ্ট করে বলেন, ভেরিফায়েড পেজটি তার নিয়ন্ত্রণে নেই এবং সেটি ভুয়া।
শনিবার (২৬ জুলাই) অস্ট্রেলিয়ার সিডনি থেকে দুপুর ২টার দিকে ফেসবুক লাইভে এসে শাবনূর বলেন, “আমার একটাই ফেসবুক আইডি আছে, বাকিগুলো ভুয়া। আমি জানি না কে বা কারা আমার পেছনে লেগেছে। আমি মন থেকে সবাইকে ভালোবাসি। কারও প্রতি কোনো শত্রুতা নেই। কিন্তু কিছু মানুষ কেন এমন করছে, বুঝতে পারছি না।”
তিনি জানান, তার নাম, ছবি, এমনকি জাতীয় পরিচয়পত্র কিংবা পাসপোর্টের তথ্য ব্যবহার করে ওই ভুয়া পেজটি ভেরিফায়েড করানো হয়েছে। শাবনূরের ভাষায়, “এই পেজের উদ্দেশ্য মোটেও সৎ নয়, এটি প্রতারণার শামিল।”
লাইভে এসে তিনি বলেন, আগে থেকেই অনেকে তাকে ভেরিফায়েড পেজ করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তিনি গুরুত্ব দেননি। তবে এখন বুঝতে পারছেন, এটি করা জরুরি ছিল।
বিষয়টি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই শাবনূরের ফেসবুক আইডি ভেরিফায়েড করে দেয় মেটা কর্তৃপক্ষ। বিকেল ৪টার দিকে তিনি এক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, আমার ফেসবুক আইডি ভেরিফাইড হয়ে গেছে। সবার অনুরোধে এটা সত্যায়িত (ভেরিফায়েড) করে নিলাম। আশা করি এখন থেকে আমার অফিসিয়াল আইডি চিনতে কারও অসুবিধা হবে না।”
শাবনূর লাইভে আইডি ও পেজের নির্ভরযোগ্য লিংকও শেয়ার করেন—
ফেসবুক আইডি: Shabnoor Shabnoor https://www.facebook.com/share/17A7Cnya4p/?mibextid=wwXIfr
ফেসবুক পেজ: Shabnoor https://www.facebook.com/share/1BQgkg9tzF/?mibextid=wwXIfr
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শুরু করতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন এবং সাইবার ক্রাইম ইউনিটেও অভিযোগ জানাবেন। শাবনূরের ধারণা, প্রতারক এই চক্রটি বাংলাদেশ থেকেই সক্রিয় এবং এর পেছনে একাধিক ব্যক্তি জড়িত।
এর আগেও তার নামে একাধিক ফেক আইডি খোলা হয়েছিল এবং এমনকি তার মৃত্যুর গুজবও ছড়ানো হয়েছিল। বিষয়টি তিনি বারবার ভক্তদের সতর্ক করে জানিয়েছেন, তবু এসব চক্র বারবার সক্রিয় হয়ে উঠছে।
প্রসঙ্গত, কাজী শারমীন নাহিদ নূপুর, যিনি শাবনূর নামেই পরিচিত, নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে। সালমান শাহ-শাবনূর জুটি এখনও স্মরণীয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন, যেখানে তার একমাত্র ছেলে আইজান নিহানের পড়ালেখা চলছে।
মন্তব্য করুন