ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগস্ট থেকে দেশ-বিদেশের বাংলা ভাষাভাষী দর্শকের জন্য এটি জনপ্রিয় দুই ওটিটি প্ল্যাটফর্ম চরকি ও হইচই একযোগে দেখা যাবে। শিগগিরই সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুক্তির দিনক্ষণ জানানো হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্ম দুটির কর্তৃপক্ষ।
‘তাণ্ডব’ মুক্তি নিয়ে চরকি ও হইচই এক বিবৃতিতে জানিয়েছে, “দেশ-বিদেশে আবারও ঘনিয়ে আসছে ‘তাণ্ডব’। সিনেমা হলের পর, এই আগস্টে ওটিটিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।”
এই ছবির মাধ্যমে মূলধারার বাণিজ্যিক সিনেমায় প্রথমবারের মতো অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, অশোক ব্যাপারী, ড. এজাজ, রোজি সিদ্দিকী, সুমন আনোয়ার, একে আজাদ সেতু, এফএস নাঈম, শিবা শানুসহ আরও অনেকে।
মন্তব্য করুন