বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান

সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান। ছবি : সংগৃহীত
সামিরাকে বিয়ের আগে স্বাভাবিক ছিল সালমানের জীবন : শাহরান। ছবি : সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি তার সাবেক স্ত্রী সামিরা হক। বহুদিন পর এবার সেই সাবেক ভাবিকে নিয়ে মুখ খুললেন নায়কের ছোট ভাই শাহরান চৌধুরী। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে নিজের ক্ষোভ ও অভিমান প্রকাশ করেন তিনি।

লাইভে শাহরান বলেন, ‘আমি সাধারণত ফেসবুকে কথা বলি না। কিন্তু কিছু কারণেই আজ আসতে হলো। কাউকে ছোট করা বা ব্যক্তিগত আক্রমণ করা আমার উদ্দেশ্য নয়।’

এরপর সালমান শাহ ও সামিরা হককে ঘিরে দীর্ঘদিনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। ভাইয়ের প্রতি সামিরার ভালোবাসার প্রসঙ্গে শাহরান বলেন, ‘আমার ভাই আপনাকে প্রচণ্ড ভালোবাসতো। আপনি একবার চিন্তা করে দেখবেন, আপনি যে কারণে আমার ভাইকে বিয়ে করেছিলেন, নিশ্চয়ই তার ভেতর কিছু গুণ দেখেছিলেন। তখন আপনার পরিবার মেনে না নিলেও আমাদের পরিবার কিন্তু আপনাকে ফেলে দেয়নি।’

এই অংশে এসে আবেগে ভেঙে পড়েন শাহরান। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন, ‘আপনারা বলেন আমার ভাই আত্মহত্যা করেছে, তার নাকি আত্মহত্যার প্রবণতা ছিল। কিন্তু একবার ভেবে দেখবেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তার জীবন ছিল সম্পূর্ণ স্বাভাবিক।’

সামিরাকে উদ্দেশ করে শাহরান আরও বলেন, ‘আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আপনি ধরেননি। আমি আপনাকে ছোট করতে চাই না। তবে আপনি মনে করে দেখবেন, কেন বগুড়া থেকে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই সব জানতো, সব আমার সঙ্গে শেয়ার করতো।’

তিনি আরও বলেন, ‘আমি আজ সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন, বা কেন ঢাকায় ছিলেন। আপনি নিজেই ভালো জানেন। আমি শুধু বলবো—আপনার কর্মের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান।’

লাইভে এসে শাহরান সালমানের বন্ধু ফারুককেও দায়ী করেন। তার ভাষায়, ‘অভিনয় গুণ না থাকায় আমার ভাইয়ের অনুরোধেই সিনেমায় কাজ পেতেন ফারুক। কিন্তু সেই ফারুকই ভাই আর শাবনূরের নামে নানা মিথ্যা কথা ছড়াতেন সামিরার কাছে।’

শাহরান চৌধুরী লাইভের শেষ দিকে সালমান শাহ হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যারা এই মামলায় জড়িত, তারা যেন নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান। তার স্ত্রী সামিরা হক দাবি করেন, এটি আত্মহত্যা; তবে সালমানের পরিবার বরাবরই বলেছে, এটি একটি পরিকল্পিত হত্যা।

শাহরানের সাম্প্রতিক এই লাইভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সালমান শাহকে ঘিরে পুরোনো বিতর্ক। ভক্তদের একাংশ বলছেন—প্রায় তিন দশক পরও সালমান শাহর মৃত্যু যেমন রহস্যময়, তেমনি বেদনাবহও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ইনিংসে দুটি হ্যাটট্রিকের অবিশ্বাস্য কীর্তি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জাতির একমাত্র চাওয়া : মঈন খান

যে কারণে শেষ মুহূর্তে স্থগিত হলো মেসিদের ভারত সফর

ব্রাহ্মণবাড়িয়ায় দু’ভাগ হয়ে গেল ট্রেন

চুল থেকেই শুরু আত্মবিশ্বাসের যাত্রা

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সবাই নিহতের শঙ্কা

ওয়ানডেতে কোহলির নতুন ইতিহাস

জামালগঞ্জে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল 

ইপিআই জরিপ / ঢাকাবাসীর গড় মাথাপিছু আয় ৫১৬৩ ডলার

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী

১০

ঢাবিতে ‘Be a Lifesaver : First Aid Bootcamp’-এর প্রথম দিনের সফল সমাপ্তি

১১

ক্ষমতায় গেলে শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি : তারেক রহমান 

১২

ট্রেনের কামরায় হুলুস্থুল, দুই নারীকে নিয়ে চুলোচুলি

১৩

ইতালিতে এক ঘণ্টা পেছানো হচ্ছে ঘড়ির কাঁটা

১৪

আ.লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে : প্রিন্স

১৫

প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে কাশি দেবেন, বারবার কাশি দিয়ে ধরা চাকরিপ্রার্থী

১৬

তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান বাড়াতে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

১৭

সিস্টিক ফাইব্রোসিস রোগীদের জীবনরক্ষাকারী ওষুধ সুলভ ও সহজলভ্য করতে বেক্সিমকো ফার্মার অনন্য উদ্যোগ

১৮

চট্টগ্রামে ৩ শতাধিক নারী পুলিশ পেলেন ব্রেস্ট ক্যানসার সচেতনতা প্রশিক্ষণ

১৯

পুরুষদের জন্য ওজন কমানোর ১০ সেরা খাদ্যাভ্যাস

২০
X