

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেন চলন্ত অবস্থায় দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
বেসরকারি ব্যবস্থাপনায় চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের টিকিট কাউন্টারের সুপারভাইজার মহিউদ্দিন সজিব বলেন, ঢাকা থেকে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি ১ নম্বর লাইন থেকে ৪ নম্বর লাইনে যাওয়ার সময় রেলগেইট এলাকায় ‘ছ’ ও ‘জ’ বগির মাঝখান দিয়ে দুভাগ হয়ে যায়। দুই বগির মাঝের যন্ত্রাংশের কাপলিং হুক খুলে এ ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সে সঙ্গে বিকল্প উপায়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. রফিকুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া এসে পৌঁছায়। ঢাকায় যাওয়ার জন্য ট্রেনটি সান্টিং করার সময় দুভাগে ভাগ হয়ে যায়। মেরামত শেষে ট্রেনটি দুপুর ২টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে যায়।
মন্তব্য করুন