স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে শেষ মুহূর্তে স্থগিত হলো মেসিদের ভারত সফর

আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত
আর্জেন্টিনা ফুটবল দল । ছবি : সংগৃহীত

আবারও হতাশ হলেন ভারতীয় ফুটবলভক্তরা। দীর্ঘ ১৪ বছর পর লিওনেল মেসিকে সরাসরি দেখার যে সুযোগ তৈরি হয়েছিল, তা আপাতত স্থগিত হয়ে গেল। নভেম্বর মাসে কেরালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচটি বাতিল করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। শনিবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এএফএ এবং আয়োজক কর্তৃপক্ষ।

আগামী ১৭ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে লজিস্টিক জটিলতা এবং ফিফার অনুমোদনে দেরির কারণে সফরটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এএফএর অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, “লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা দল নভেম্বর মাসে স্পেনে অনুশীলনের জন্য যাবে এবং ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে একমাত্র প্রীতি ম্যাচ খেলবে লুয়ান্ডায়। এরপর ১৮ নভেম্বর পর্যন্ত ইউরোপেই অনুশীলন চালিয়ে যাবে তারা।”

কেরালা স্পোর্টস মন্ত্রণালয় ও প্রধান আয়োজক অ্যান্টো অগাস্টিন ফেসবুকে লিখেছেন, “ফিফার অনুমতি পেতে বিলম্ব হওয়ায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর নভেম্বরের ম্যাচটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, কেরালার প্রস্তুতি অসম্পূর্ণ থাকায় এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রয়োজনীয় আয়োজন শেষ না হওয়ায় সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে। মার্চ ২০২৬ সালে ম্যাচটি পুনর্নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

এদিকে কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুর রহিমান জানিয়েছেন, মেসি ব্যক্তিগতভাবে সফরে আসতে রাজি ছিলেন, কিন্তু সরকার চেয়েছে পুরো আর্জেন্টিনা দলই আসুক। এই সিদ্ধান্ত নিয়ে রাজ্যে রাজনৈতিক তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদলীয় নেতা ভি ডি সাতেশান সরকারের সমালোচনা করে বলেছেন, “মেসির আগমন যদি রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করা হয়, তবে তাঁর না আসার দায়ও সরকারকেই নিতে হবে।”

উল্লেখ্য, মেসির ভারতের মাটিতে প্রথম ও একমাত্র সফর ছিল ২০১১ সালে। সে সময় তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। সেই ম্যাচে ১–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের কষ্ট লাঘব করতেই তারেক রহমান দেশে আসছেন : মির্জা আব্বাস

শুরু থেকে মাঠে আছি মানুষের সাড়া পাচ্ছি : আমির হামজা

নরসিংদীতে যুবককে কুপিয়ে হত্যা

বিমানবন্দর থেকে যে পথে ৩০০ ফিটের সভাস্থলে যাবেন তারেক রহমান

সুষ্ঠু ভোটের ক্ষমতা নিয়ে ইসির সক্ষমতা নিয়ে সন্দেহ এনসিপির

নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার

যেভাবে ওয়াইফাই নেটওয়ার্ক সুরক্ষিত রাখলে কমবে হ্যাকিংয়ের ঝুঁকি

জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

ফেনী-২ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মঞ্জু

এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করল পুলিশ

১০

ডিপফেকের শিকার মাধবন, হলেন আদালতের দারস্থ

১১

বৃহস্পতিবার ২ ঘণ্টা টোলমুক্ত থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোলপ্লাজা

১২

এআইইউবি-তে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

১৩

প্রকাশ্যে বই খুলে পরীক্ষা দিলেন অনার্স শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল

১৪

শীতে প্রতিদিন গুড় খাচ্ছেন তো!

১৫

পুরুষ দ্বৈতের শেষ ষোলোতে বাংলাদেশের রিয়াদুল-তনয়

১৬

সড়কে ঝরল দুই বন্ধুর প্রাণ

১৭

ভারতে সয়াবিন ও ভুট্টা রপ্তানিতে আগ্রহী যুক্তরাষ্ট্র, শঙ্কায় কৃষকরা

১৮

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

১৯

পুরস্কারপ্রাপ্ত পাঁচ সাংবাদিককে বিএআরএফের সংবর্ধনা

২০
X