বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ছবি : সংগৃহীত
অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ এনেছেন তারই ‘ট্যালেন্ট হান্ট’ রিয়েলিটি শোর বিজয়ী সাব্বির আহমেদ আরবিন। কয়েক বছর আগে চলচ্চিত্রে শিল্পী সংকট দূর করার কথা বলে অনন্ত জলিল এই প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। সেখান থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে নির্বাচিত হয়েও দীর্ঘ সময় বেকার ছিলেন আরবিন। অবশেষে ‘দিন : দ্য ডে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পেলেও পর্দায় নিজেকে খুঁজে না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ এই তরুণ মডেল।

কয়েক বছর আগে ‘দ্য স্পাই : অগ্রযাত্রার মহানায়ক’ নামে একটি সিনেমার জন্য অনন্ত জলিল ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন করেন, যেখানে সারা দেশ থেকে প্রায় ৩ লাখ প্রতিযোগী অংশ নেয়। এই আয়োজন থেকে ‘হিরো’ ক্যাটাগরিতে চূড়ান্ত হন সাব্বির আহমেদ আরবিন।

প্রতারণার অভিযোগ এনে আরবিন বলেন, “২০১৫ সালে রিয়েলিটি শো-টি হয়েছিল। সেই শো থেকে আমি হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত হয়েছিলাম। অনন্ত ভাইয়ের সঙ্গে চুক্তি ছিল আমি একটি সিনেমা করব। যে সিনেমায় চুক্তি ছিল সেটি আর নির্মাণ হয়নি।”

দীর্ঘ অপেক্ষার পর ‘দিন : দ্য ডে’ সিনেমায় ডাক পাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে আরবিন বলেন, “দীর্ঘ সময় পর ‘দিন : দ্য ডে’ সিনেমার জন্য ডাক পাই। মিটিং করে আমাকে পুলিশ চরিত্রে বাছাই করা হয়। এরপর শুটিং শুরু হয়। শুটিংয়ে কস্টিউম পরে সারাদিন বসে থাকতাম, কিন্তু আমাদের শুটিং হয় না। চার দিন যাবার পর একটা দৃশ্যের শুট হয়। আরও কিছু দৃশ্য হয় অন্যদিন। সবমিলিয়ে আট দিনের মতো শুটিং করি।”

আসল হতাশার কথা তিনি জানান সিনেমা মুক্তির পর। আরবিন বলেন, “সবকিছু শেষ হওয়ার পর সিনেমাটি মুক্তি পেলে কাছের মানুষদের নিয়ে হলে দেখতে যাই। সবাই জেনে যায়, আমি সিনেমাটিতে কাজ করেছি। কিন্তু হলে গিয়ে হতাশ হই। সবার কাছে খুবই লজ্জায় পড়ে যাই। পুরো সিনেমায় নিজেকে কোথাও খুঁজে পাইনি।”

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। সব কষ্ট বৃথা গেল। নিজেকে পর্দায় না দেখার কষ্ট বোঝানো যাবে না। এক কথায় বললে, আমি প্রতারণার শিকার হয়েছি।”

আরবিনের এই অভিযোগ প্রসঙ্গে কথা বলার জন্য চিত্রনায়ক অনন্ত জলিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন : দ্য ডে’ সিনেমাটি ২০২২ সালে মুক্তি পায়। এটি পরিচালনা করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

থাইরয়েড হরমোনের সমস্যা নিয়ন্ত্রণে রাখবে এই ৫ পানীয়

পাকিস্তানে আত্মঘাতী হামলা, অভিযোগ ভারতের বিরুদ্ধে

ড্যাফোডিলে পর্তুগিজ রাজবংশের আগমন ও লন্ডন টি এক্সচেঞ্জ চুক্তি 

ডেঙ্গুতে একদিনে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯১২

আমরা শান্তির রাজনীতি করতে চাই : মির্জা ফখরুল

গোবিন্দই আমাকে প্রথম হিরো হতে বলেছিলেন : অক্ষয় কুমার

যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করুন : ডিএমপি কমিশনার

বিইউবিটিতে ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা ‘গ্রিটকোয়েস্ট’র উদ্বোধন

রাতে যেভাবে যুক্তরাষ্ট্রে যাত্রা করবেন, জানালেন সোহেল তাজ

১০

চার প্রতিবন্ধীকে নিয়ে স্বামীহারা জাহানারার জীবনসংগ্রাম

১১

গাজায় ‘নো ওয়ার-নো পিস’ মডেলে এগোচ্ছে ইসরায়েল

১২

ঘরের ভেতর তৈরি করা ‘বিশেষ’ সুড়ঙ্গে লুকিয়ে থাকতেন যুবলীগ নেতা

১৩

অবৈধ স্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

১৪

ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের পত্নী

১৫

গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে বিশেষ সাইবার সেল

১৬

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১৭

ধানের শীষের প্রার্থীর দাবিতে আমরণ অনশনে রিয়াজুল

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে স্টেশন মাস্টার গুরুতর আহত

১৯

শেষ সেশনে স্বস্তি বাংলাদেশের, আয়ারল্যান্ড ২৭০/৮

২০
X