কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
১৯৭১ সেইসব দিন

শিক্ষার্থীদের জন্য স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী করবে ইউসিএসআই ইউনিভার্সিটি

বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানানো হয়। সৌজন্য ছবি
বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানানো হয়। সৌজন্য ছবি

সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে এই প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সংস্কৃতিবান্ধব করার লক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৬-১২ অক্টোবর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের জন্য সাতটি বিশেষ প্রদর্শনীর এই ব্যবস্থা করেছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের পক্ষ থেকে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিম এবং বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ডিরেক্টর আফজাল হোসেন ছাড়াও ‘১৯৭১-সেইসব দিন’ সিনেমার পক্ষ থেকে সিনেমাটির পরিচালক ও অভিনেত্রী হৃদি হক, ফেরদৌস আহমেদ, লিটু আনাম ও আবদুন নূর সজল উপস্থিত ছিলেন।

এ সময় আফজাল হোসেন বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাত দিনব্যাপী এই সিনেমা দেখার আয়োজনের লক্ষ্য- যেন শিক্ষার্থীরা সুনির্মিত চলচ্চিত্র দর্শনের মধ্য দিয়ে সুস্থধারার সংস্কৃতির সাথে সম্পৃক্ততা অনুভব করে এবং মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে ধারণ করে।

এ ছাড়া প্রভোস্ট চ্যান জো জিম বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম এবং এই আয়োজন সম্পর্কে তাদের উদ্দেশ্য তুলে ধরেন।

সিনেমাটির প্রযোজক লাকী ইনাম বলেন, দেশের চলচ্চিত্রের উন্নয়নে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে এমন এক মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

সিনেমার পরিচালক ও অভিনেত্রী হৃদি হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের এমন এক উদ্যোগ গ্রহণে আমরা আনন্দিত। এ ধরনের বিশেষ উদ্যোগ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে দেবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পুরো টিমের পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ।

প্রসঙ্গত, মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৮৪তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশে প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশের শিক্ষার পাশাপাশি সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর এই উদ্যোগ, আয়োজন সে লক্ষ্যেই।

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন ড. ইনামুল হকের মূল ভাবনায়, একুশে পদকপ্রাপ্ত লাকী ইনামের প্রযোজনায় এবং হৃদি হকের রচনা ও পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তির প্রথম দিন থেকেই এটি দেশব্যাপী দর্শকের আগ্রহ ও আলোচনার সিনেমায় পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিরকুটে লেখা ‘মান সম্মান সব গেছে’, পাশে দম্প‌তির মরদেহ

কেশবপুরে বিএনপি নেতা আবু হত্যার রহস্য উন্মোচনসহ দোষীদের গ্রেপ্তারের দাবি

ঢাকায় গাইবেন আতিফ আসলাম, আয় যাবে জুলাই শহীদদের পরিবারে

ঢাকা-৭ আসনে ৩১ দফার প্রচারণা মীর নেওয়াজের

গভীর রাতে সাংবাদিক সোহেলকে তুলে নিয়ে গেছে ডিবি

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন ভারতের কোচ

ভারতের বিপক্ষে জয় ক্যারিয়ারের সেরা মুহূর্তের একটি : হামজা চৌধুরী

হাসিনাকে ফেরাতে দিল্লিকে চিঠি দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

রাজধানীতে রাতে গাড়িতে আগুন

পিপি কার্যালয়ের সামনে পটকা ফুটিয়ে ভীতির চেষ্টা

১০

গভীর রাতে রাজধানীতে মার্কেটে আগুন

১১

বাংলাদেশ দলকে জামায়াত আমিরের অভিনন্দন

১২

টানা ২ দফায় স্বর্ণের দাম কত কমলো দাম?

১৩

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে বন্ধ হচ্ছে ৫ সেবা

১৪

পারিবারিক নির্যাতনের শিকার ঝালকাঠির শিশু রাইসার পাশে তারেক রহমান

১৫

ভারতকে হারিয়ে হামজাদের জন্য ২ কোটি টাকার তাৎক্ষণিক বোনাস

১৬

২২ বছর পর বাংলাদেশের ভারত বধে তারেক রহমানের অভিনন্দন

১৭

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আ.লীগ নেতার মৃত্যু

১৮

তারেকের দল নিয়ে যে তথ্য দিল ইসি

১৯

জনগণের ভালোবাসাই আমার শক্তি : ফারুক

২০
X