কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩০ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১১:৩১ পিএম
অনলাইন সংস্করণ
১৯৭১ সেইসব দিন

শিক্ষার্থীদের জন্য স্টার সিনেপ্লেক্সে বিশেষ প্রদর্শনী করবে ইউসিএসআই ইউনিভার্সিটি

বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানানো হয়। সৌজন্য ছবি
বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিষয়ে বিস্তারিত জানানো হয়। সৌজন্য ছবি

সুস্থ ধারার চলচ্চিত্রের মাধ্যমে এই প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের সংস্কৃতিবান্ধব করার লক্ষ্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।

আগামী ৬-১২ অক্টোবর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সপ্তাহজুড়ে শিক্ষার্থীদের জন্য সাতটি বিশেষ প্রদর্শনীর এই ব্যবস্থা করেছে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিজিবি ব্যাংকুয়েট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের পক্ষ থেকে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের প্রভোস্ট চ্যান জো জিম এবং বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ডিরেক্টর আফজাল হোসেন ছাড়াও ‘১৯৭১-সেইসব দিন’ সিনেমার পক্ষ থেকে সিনেমাটির পরিচালক ও অভিনেত্রী হৃদি হক, ফেরদৌস আহমেদ, লিটু আনাম ও আবদুন নূর সজল উপস্থিত ছিলেন।

এ সময় আফজাল হোসেন বলেন, স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে সাত দিনব্যাপী এই সিনেমা দেখার আয়োজনের লক্ষ্য- যেন শিক্ষার্থীরা সুনির্মিত চলচ্চিত্র দর্শনের মধ্য দিয়ে সুস্থধারার সংস্কৃতির সাথে সম্পৃক্ততা অনুভব করে এবং মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমকে ধারণ করে।

এ ছাড়া প্রভোস্ট চ্যান জো জিম বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়নে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম এবং এই আয়োজন সম্পর্কে তাদের উদ্দেশ্য তুলে ধরেন।

সিনেমাটির প্রযোজক লাকী ইনাম বলেন, দেশের চলচ্চিত্রের উন্নয়নে এবং নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরতে এমন এক মহতী উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

সিনেমার পরিচালক ও অভিনেত্রী হৃদি হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসের এমন এক উদ্যোগ গ্রহণে আমরা আনন্দিত। এ ধরনের বিশেষ উদ্যোগ চলচ্চিত্রের প্রতি নতুন প্রজন্মের আগ্রহ বাড়িয়ে দেবে বলে আমাদের বিশ্বাস। আমাদের পুরো টিমের পক্ষ থেকে আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ।

প্রসঙ্গত, মালয়েশিয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিএসআই বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ২৮৪তম স্থানে অবস্থান করছে। বাংলাদেশে প্রথম কোনো বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস বাংলাদেশের শিক্ষার পাশাপাশি সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির ধারাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। ‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর এই উদ্যোগ, আয়োজন সে লক্ষ্যেই।

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন ড. ইনামুল হকের মূল ভাবনায়, একুশে পদকপ্রাপ্ত লাকী ইনামের প্রযোজনায় এবং হৃদি হকের রচনা ও পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’। মুক্তির প্রথম দিন থেকেই এটি দেশব্যাপী দর্শকের আগ্রহ ও আলোচনার সিনেমায় পরিণত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

জকসু নির্বাচনে অংশ নেওয়ার শিক্ষার্থীরা বুলিংয়ের শিকার : চন্দন কুমার

নায়কদের দিন শেষ? ২০০ কোটি পারিশ্রমিক নিয়ে শীর্ষে রাজামৌলি

একজন উপদেষ্টার ইশারায় আমাকে আটক করা হয়েছিল : সাংবাদিক সোহেল

কেন সন্তানরা বড় হলে বাবা-মায়ের কাছে কম যায়

সাংবাদিককে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

ময়মনসিংহে ট্রেনে আগুন

বিজয় দিবসে এবারও প্যারেড হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল মাত্র দেড় লাখ মানুষের দেশ

৩ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

১০

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

১১

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

জকসু নির্বাচন / একই পদে শিবির-ছাত্রদল প্যানেল থেকে দুই জুলাই যোদ্ধা

১৩

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

১৪

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

১৫

জামায়াত-এনসিপিসহ ৭ দলের সঙ্গে ইসির বৈঠক শুরু

১৬

​​​​​​​এপস্টাইন ফাইলস প্রকাশের অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস

১৭

অষ্টম শ্রেণির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল 

১৮

শততম টেস্ট খেলতে নেমে সংবর্ধনা পেলেন মুশফিক

১৯

কমনওয়েলথ রচনা প্রতিযোগিতায় সিলভার অ্যাওয়ার্ড পেল ঔড়ব আজাদ

২০
X