রবিউল ইসলাম রুবেল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

আমার গান শোনার হলে মানুষ এমনিই শুনবে : প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত
প্রিন্স মাহমুদ। ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকে বহু গানে প্রাণ দিয়েছেন প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর ‘বেলা শেষে ফিরে এসে’; জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ কিংবা হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’- যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন প্রিন্স মাহমুদ। নব্বইয়ের প্রজন্মের পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদের মধ্যেও ছড়িয়ে পড়েছেন তিনি। গত ঈদে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানে সুর বেঁধে জানান দিয়েছেন- তিনি ফুরানোর মানুষ নন। সম্প্রতি নিজের গানের সাফল্য এবং নানা প্রসঙ্গে কালবেলার মুখোমুখি হন তিনি।

এত পেশা থাকতে সংগীতকে কেন বেছে নিয়েছেন?

গান ছাড়া তো আর কিছু পারি না। তাই গানকেই বেছে নিয়েছি। গানেই বাঁচি- গানেই বাঁচতে চাই।

আপনার গান ‘ঈশ্বর’ বেশ সাফল্য পেয়েছে- বিষয়টি কীভাবে দেখছেন? এ সাফল্যটা বেশ ভালো লাগছে। সাফল্য তো আমার জন্য নতুন কিছু নয়। আমি অনেক ছোট বয়স থেকেই সাফল্যতাগুলো পেয়ে এসেছি। প্রতিটি সফলতার পরেই যেমন লাগে- ঠিক তেমনটি লাগছে আমার এখানেও। মানুষ প্রশংসা করছে- এটাই ভালো লাগছে।

মাঝে একটা বিরতি ছিল...

আমার কোনো বিরতি ছিল না। প্রতিবছরই আমার অ্যালবাম বা গান বেরিয়েছে। হয়তো সেগুলো কম জনপ্রিয় হয়েছে। সাম্প্রতিক গানগুলো ছবির গান বলে সেগুলো তাড়াতাড়ি সামনে চলে এসেছে।

‘আজ জন্মদিন তোমার’ গানের স্রষ্টা আপনি। নিজের জন্মদিনে কখনো কি এই গান বাজানো হয়েছিল?

আমার জন্মদিনে আমার গান কোনোদিনও বাজেনি। আমি যেখানে থেকেছি, সেখানে বাজানো হয়নি। কারণ একটু অস্বস্তি লাগে। আসলে আমি গান করার পর- নিজের গান নিজেই শুনি না। মাস্টার করার পরে মনে হয় না কোনোদিন আমি নিজের গান শুনছি। আমার নিজের গানের কোনো কালেকশন আমার সংগ্রহে নেই। আমি মনে করি আমার গান যদি শোনার হয়- মানুষ এমনিই শুনবে।

‘ঈশ্বর’ গানের জনপ্রিয়তার কারণ কি?

এটা পুরোটাই একটা টিম ওয়ার্ক। আর ছবির গান তো একটু বেশি জনপ্রিয়ই হয়। আগে তো ছবির গান করিনি- যার কারণে যত্নও ছিল বেশি। এজন্য হয়তো ভালো হয়ে গেছে।

এই গানে শাকিব খান ছিলেন। যখন নিজের গান শাকিব খানের ঠোঁটে দেখলেন কেমন লেগেছিল?

যেদিন থেকে শুরুটা হয়ে গেছে সেদিন থেকে আমি সবাইকে বলেছি, একটা গান হয়ে গেছে, এই গানটা শুনবে এবং আমি আমার প্রতিটা গান করার পর প্রতিবছরেই বলি- ছবির গান হলে একটু এগিয়ে থাকে বেশি। আগে তো নরমালি সিডিতে এলেই সেটা দোকানে দোকানে পৌঁছাতো। মা, বাবা, বাংলাদেশ- এত কষ্ট কেন ভালোবাসায়, আজ জন্মদিন তোমার এসব গানগুলো যখন প্রথম দিন এসেছে, সেদিন থেকেই এগুলো জনপ্রিয়। আমি ব্যাপারগুলো দেখে এসেছি অনেক দিন থেকে। আর এবার যেটা ঘটেছে, অনেক দিন ধরেই গান শ্রোতাদের কাছে পৌঁছায় না সেভাবে। শাকিব ছিল সেই সঙ্গে সুন্দর চিত্রায়ন ছিল- সব মিলিয়ে গানটা শ্রোতাদের বেশিই ভালো লেগে গেল।

আপনার মতো প্রিন্স মাহমুদ আমাদের ইন্ডাস্ট্রিতে আর তৈরি হচ্ছে না কেন?

এটা তো আমি বলতে পারব না। এটা হচ্ছে যারা আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা বলবেন, শ্রোতারা বলবেন।

বর্তমান সময়ের গানগুলো মানুষের কতটা মনের খোরাক জোগাচ্ছে?

গান যেটা ভালো হবে সেটা থাকবে। থাকছে তো অনেকে আমি বর্তমান। গান যেটা থাকার নয়; সেটা থাকবে না। গান ভালো করতে হলে সেখানে একটু ধ্যানের প্রয়োজন আছে। সবকিছু বাদ দিয়ে গানেই একটু মনোনিবেশ করার দরকার আমার মনে হয়। তাহলেই গান ভালো হবে। এখনো গান ভালো হচ্ছে। আজ থেকে ২৫-৩০ বছর আগেও বলেছি, ‘এখনকার গান থাকবে কিনা সেটা আরও ১০-১৫ বছর পরে বোঝা যাবে।’ বর্তমান গান হয়তো একটু কম ভালো লাগছে কারণ, অস্থির সময়। এ সময়টা চলে যাবে নিশ্চয়ই; ভালো সময় আসবে।

একটি সিনেমার জন্য গান কতটা জরুরি বলে মনে করেন?

সিনেমার জন্য গান ভীষণ ভীষণ রকমের জরুরি। আমাদের সিনেমা আমি গান ছাড়া কল্পনাই করতে পারি না। খুব ছোটবেলায় যখন আমরা ছবি দেখতাম, তখন গানের ছবি, প্রাণের ছবি- এরকম বলা হতো। দেখেন একটা গান দিয়ে কিন্তু আমরা একটা সিনেমাকে চিনি অনেক সময়। গান ছাড়াও ছবি হয়। তবে গান থাকলে ভালো হয়। গানটা আসলে ছবির প্রাণ। ‘প্রিয়তমা’ সিনেমাতে আমার ‘ঈশ্বর’ গানটি করেছি সেটা কিন্তু তার প্রমাণ রেখেই গেল, ভালো গান হলে সেটার জন্য মানুষ ছবি দেখতে সিনেমা হলে যায়। এই গানটার জন্য অনেকেই ছবি দেখতে গেছে বলে জানতে পেরেছি। এটা কিন্তু অনেক বড় বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

ভলিবল কোচের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কলেজছাত্রীর মৃত্যু

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

যেভাবে ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেল আর্জেন্টিনা

আবাসন সুবিধাসহ নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

১১ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

১০

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১১

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি আজ

১২

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

১৩

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প

১৪

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাখোঁ

১৫

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

১৬

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

১৯

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

২০
X