দৈনিক কালবেলার বিনোদন বিভাগের উদ্যোগে তারকাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘তারাবেলা’ আজকের পর্বে অতিথি হিসেবে থাকছেন ঢালিউডের দাপুটে অভিনেতা মিশা সওদাগর।
বাংলা চলচ্চিত্রে দর্শক তাকে খল অভিনেতা হিসেবে চিনলেও শুধু ভিলেন চরিত্র দিয়ে নয়, ইদানীং ভিন্ন ভিন্ন রূপে নিজেকে উপস্থাপন করে চমকে দিচ্ছেন ভক্তদের। বর্ণাঢ্য ক্যারিয়ারে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। শুধু সিনেমা নয়—সমানতালে কাজ করছেন নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে।
গত বৃহস্পতিবার কালবেলার নিজস্ব স্টুডিওতে তারাবেলার চতুর্থ পর্বের শুটিং হয়। অনুষ্ঠান শেষে ‘তারাবেলা’র এই আয়োজনে মুগ্ধ হন মিশা সওদাগর। তিনি বলেন, ‘আমি খুব আরামে আড্ডা দিয়েছি। যথেষ্ট আনন্দ পেয়েছি, খানিকটা সময়ের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম। প্রতিটি সেগমেন্ট আমার ভালো লেগেছে। এই প্রোগ্রাম দেখে দর্শকরা আনন্দ পাবেন আমি নিশ্চিত।’
তারাবেলার চতুর্থ পর্বে মিশা সওদাগরের ফ্যাশনসামগ্রী সম্পর্কে জানতে পারবেন দর্শকরা। এ ছাড়া মিমিক্রি, বর্তমান কাজ, পরিবারসহ নানা বিষয়ে দর্শকদের উদ্দেশে জানিয়েছেন ঢালিউডের এই খল অভিনেতা। প্রতি রোববার রাত ৮টায় কালবেলার ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে প্রচারিত হবে এ অনুষ্ঠানটি।
মন্তব্য করুন