শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ২৫ আশ্বিন ১৪৩২
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

৪০ প্রশ্নের মুখে মিশা সওদাগর

মিশা সওদাগর। ছবি : সংগৃহীত
মিশা সওদাগর। ছবি : সংগৃহীত

নিজের পছন্দ-অপছন্দ ও ব্যক্তিজীবনের কিছু খুটিনাটি ঘটনার বিষয়ে জানিয়েছেন ঢাকাই ছবির খলনায়ক মিশা সওদাগর। কালবেলার সাপ্তাহিক আয়োজন ‘তারাবেলা’র চতুর্থ পর্বে এসে ছবি আঁকতে আঁকতে উপস্থাপকের ছোট ছোট প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

কালবেলা : আপনার প্রথম সিনেমার নাম?

মিশা : আমার প্রথম সিনেমার নাম অত্যাচার। সেখানে একটা গান করেছিলাম। মানে আইটেম সং।

কালবেলা : প্রথম সিনেমা কত সালে?

মিশা : ১৯৮৮ সালে।

কালবেলা : পারিশ্রমিক কত পেয়েছিলেন তখন?

মিশা : শুধু কনভেন্স পেয়েছিলাম। পরে পারিশ্রমিক ৫০ টাকা পেয়েছিলাম।

কালবেলা : জীবনে প্রথম প্রেম কোন সালে? কোন ক্লাসে? তার নাম কী?

মিশা : জীবনে প্রথম প্রেম ১৯৮১ সালে এবং সে ছিল আমার একমাত্র স্ত্রী জোবায়দা রব্বানী মিতা।

কালবেলা : সিনেমায় কতবার মারা গেছেন?

মিশা : বেশির ভাগ সময় আমাকে মেরেই ফেলেছে। আসলে ডিরেক্টর চান চরিত্রের প্রয়োজনে অপশক্তি বা চরিত্রহীন লোক পৃথিবী থেকে চলে যাক। সেখানে তো আমি মারা যাই না, সমাজের অনৈতিক দুষ্ট চরিত্রগুলো মারা যায়।

কালবেলা : বাংলাদেশের কোন খলনায়ক আপনার সবচেয়ে বেশি পছন্দের?

মিশা : রাজিব ভাই

কালবেলা : মিডিয়ায় আপনার সবচাইতে কাছের বন্ধু কারা?

মিশা : কাছের বন্ধু বলতে আমার ওরকম বন্ধুর সংখ্যা খুবই কম। বন্ধু যদি বলি ওমর সানী আমার খুব কাছের। তার কাছে আমার অনেক অধিকার, আবদার, আবেগ রয়েছে। সে আমার ভালো বন্ধু।

কালবেলা : জীবনে কী হতে চেয়েছিলেন?

মিশা : প্লেয়ার।

কালবেলা : অভিনয় ছাড়া আর কী কী কাজে দক্ষ আপনি?

মিশা : আমি খুব ভালো খেতে পারি। খাওয়া পছন্দ করি, খেলা দেখতে পছন্দ করি এবং আমি খুবই খেলা মাতানো মানুষ। ক্রিকেট, ফুটবল, উভয়ই আমার ভালো লাগে।

কালবেলা : পরিবারকে কী কী কাজে সহায়তা করেন?

মিশা : বেশিরভাগ সময় আমি শুটিং নিয়ে ব্যস্ত থাকি। বলতে গেলে আর্থিক দিকটা আমি দেখাশোনা করি।

কালবেলা : রান্না করতে পারেন?

মিশা : গরুর মাংস আর ডিম রান্না করতে পারি।

কালবেলা : আপনার প্রিয় জিনিসের নাম কী?

মিশা : প্রিয় জিনিস বলতে আমি খাওয়াতে পছন্দ করি। যখন ক্ষুধা লাগে, সব খাবারই পছন্দ করি। তবে পুরান ঢাকার মোগল খাবার বেশি পছন্দ কিন্তু ক্ষুধার সময় প্রিয় খাবার—পাতলা চালের ভাত, সাথে সরিষার তেল দিয়ে আলু ভর্তা, দু-তিনটা ডিম ভাজা।

কালবেলা : প্রিয় মানুষ?

মিশা : এই মুহূর্তে আমার একমাত্র স্ত্রী জোবায়দা রব্বানী মিতা।

কালবেলা : পছন্দের ভ্রমণের জায়গা?

মিশা : কক্সবাজার।

কালবেলা : পছন্দের রং?

মিশা : সাদা ও কালো।

কালবেলা : প্রিয় পোশাক?

মিশা : পাঞ্জাবি, টি-শার্ট ও গ্যাবার্ডিন।

কালবেলা : আপনার হাত ঘড়ির সংখ্যা কতটি?

মিশা : ১২ থেকে ১৫টি।

কালবেলা : বাংলাদেশে আপনার পছন্দের নায়ক কে?

মিশা : এই মূহূর্তে শাকিব খান।

কালবেলা : পছন্দের নায়িকা?

মিশা : নেই।

কালবেলা : এই মূহূর্তে পছন্দের ভিলেন?

মিশা : এই মূহূর্তে এরকম নেই, তবে হাওয়া ছবিতে চঞ্চলের অভিনয়টা ভালো লেগেছে।

কালবেলা : আপনার প্রাইমারি স্কুলের নাম মনে আছে?

মিশা : হ্যাঁ, অবশ্যই। নবকুমার। সেখানেই ওয়ান থেকে মেট্রিক দিয়েছি।

কালবেলা : ক্লাস থ্রিতে আপনার রোল কত ছিল?

মিশা : থ্রিতে মনে হয় সতেরো বা আঠারো হবে। কারণ আমি রোল দশের দিকে আরও পরে এসেছি।

কালবেলা : স্কুলে কখনো অকৃতকার্য হয়েছেন?

মিশা : না, জীবনেও না।

কালবেলা : অঙ্কে সর্বোচ্চ কত পেয়েছেন?

মিশা : আমি অঙ্কে খুবই খারাপ ছাত্র ছিলাম। কিন্তু কাকতালীয়ভাবে ১৯৮৬ সালে আমি লেটার মার্ক পাই।

কালবেলা : অঙ্কে সব থেকে কম কত পেয়েছিলেন?

মিশা : আমার মনে হয় ঊনত্রিশ বা ত্রিশ।

কালবেলা : শপিংয়ের জন্য কোন জায়গা সবচেয়ে পছন্দের?

মিশা : একসময়ে ইন্ডিয়া ছিল। তারপর শুটিংয়ের জন্য ব্যাংকক। এখন আগের মতো শপিং করা হয় না। মুভি নিয়ে ব্যস্ত সময় কাটে।

কালবেলা : ভালো লাগে কোন ঋতু?

মিশা : শীত।

কালবেলা : গ্রাম নাকি শহর, ভালো লাগে কোনটি?

মিশা : আমার শহরই ভালো লাগে। গ্রাম অল্প ভালো লাগে।

কালবেলা : ১৯-এর ঘরের নামতা মুখস্থ আছে?

মিশা : হ্যাঁ, আছে।

কালবেলা : জুনের আগে কী মাস?

মিশা : জুনের আগে এপ্রিল।

কালবেলা : আপনার কী রাশি?

মিশা : আমি রাশিতে বিশ্বাস করি না। কাউকে করতেও বলব না। কোনোদিন করবেনও না কেউ। এটা একটা ফালতু জিনিস। মানুষ বলে মকর রাশি আমি।

কালবেলা : কোন খেলা আপনার বেশি পছন্দের?

মিশা : ফুটবল।

কালবেলা : বৌকে কোন মিথ্যা কথাটা বেশি বলেন?

মিশা : মিথ্যা কথা বৌয়ের সঙ্গে ওভাবে বলা হয় না। বৌও আমার সাথে বলে না । বাসায় আসার সময়টা একটু মিথ্যার আশ্রয় নিতে হয়, এটা মোবাইল আসার পরে।

কালবেলা : স্টার হওয়ার পর কখনো লোকাল বাসে উঠেছেন?

মিশা : স্টার তো নিজেকে এখন মনে করি না। এমনিতে অনেক দিন ধরেই ওঠা হয় না।

কালবেলা : শুটিংয়ে কোন নায়কের হাতে মার খেয়েছেন যেটা আজ মনে আছে?

মিশা : মান্নার সাথে অনেক শট আছে ,তার সাথে আমার কাজ বেশি।

কালবেলা : চিরতা খেয়েছেন কখনো?

মিশা : হ্যাঁ খেয়েছি, জঘন্য একটা খাবার।

কালবেলা : কোন তরকারিতে লবণ লাগে না?

মিশা : অনেক দারুণ প্রশ্ন। আমি বলতে পারব না।

কালবেলা : আপনার ৩টি ইচ্ছা কী?

মিশা : যাতে সুস্থ থাকি মৃত্যুর আগ পর্যন্ত। সত্যকে আরও লালন করতে পারি। কারণ চলার পথে মিথ্যা চলে আসে; তার কোন দরকার নেই। মানুষ হিসেবে আরও নিজেকে শানিত করতে চাই।

কালবেলা : দেশের বাইরে কোন জায়গা সব থেকে বেশি পছন্দের?

মিশা : যেহেতু পরিবার আমেরিকা থাকে তাই পছন্দ করি, এমনিতে কক্সবাজার।

কালবেলা : সব থেকে বেশি অপছন্দের খাবার কোনটি?

মিশা : সি-ফুড। এর থেকে আমাদের খিচুড়ি অনেক ভালো, সাথে বেগুন ভাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

মা-মেয়েকে গলা কেটে হত্যা

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১০

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

১১

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

১২

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

১৩

কর্ণফুলীর তীরে নতুন আশা

১৪

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১৫

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১৬

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৭

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৮

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৯

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

২০
X