দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। জয়লাভ করায় দলটির সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শোবিজ তারকারা।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে সমবেত হয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছো জানিয়েছেন বাংলাদেশের অভিনয়শিল্পীরা। এ সময় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, এফবিসিসিআই নেতা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াসংগঠকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাতে গণভবনে উপস্থিত হন।
দুটি ছবিতে দেখা গেছে, প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন শমী কায়সার, সাজু খাদেম, আহসান হাবিব নাসিম, রওনক হাসান, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, নিপুণ আক্তার, চিত্রনায়ক রিয়াজ, ঊর্মিলা শ্রাবন্তী কর ও মীর সাব্বির। আরেকটি ছবিতে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা ফয়সাল আহসানউল্লাহকে দেখা গেছে।
এবারের নির্বাচনে ভোটগ্রহণকে ঘিরেও তারকাঙ্গনে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। বিনোদন অঙ্গন থেকে এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, নায়িকা মাহিয়া মাহি, গায়িকা ডলি সায়ন্তনী ও কমেডিয়ান কমর উদ্দিন আরমান। এ ছাড়াও আছেন আসাদুজ্জামান নূর ও মমতাজ বেগম।
ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী ফেরদৌস আহমেদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পান ৬৫ হাজার ৮৯৮ ভোট।
তারকাদের মধ্যে ব্যাপক আলোচনায় ছিলেন রাজশাহী-১ আসন থেকে ‘ট্রাক’ মার্কায় নির্বাচন করা চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে পরাজিত হন তিনি। ৯ হাজার ৯টি ভোট পেয়ে তৃতীয় হন প্রচারকালে সাড়া ফেলা এ নায়িকা।
মন্তব্য করুন