তিন দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে তার অভিনয় মুগ্ধ করছে দর্শকদের। এক দশক ধরে নির্মাতা হিসেবেও মুনশিয়ানার প্রমাণ রেখেছেন তিনি। সর্বশেষ ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা দিয়ে তিনি রাঙিয়ে দিয়েছেন দর্শকের মন। তিনি আর কেউ নন, তিনি হলেন দেশের বিনোদন জগতের প্রিয়মুখ তৌকীর আহমেদ। আজ এই অভিনেতা-পরিচালকের ৫৮তম জন্মদিন। ১৯৬৬ সালের ৫ মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন।
দেশের নাটক ইন্ডাস্ট্রিতে আশির দশক থেকে নিয়মিত অভিনয়ে দেখা যায় তাকে। ২০০০ সালের পর থেকে অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৪ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জয়যাত্রা’ তার পরিচালিত প্রথম সিনেমা।
এই সিনেমার জন্য ২০০৮ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ প্রযোজক, শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার দেওয়া হয়। তৌকীর ১৯৯৯ সালে ভালোবেসে বিয়ে করেন নন্দিত মডেল, অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে।
মন্তব্য করুন