প্রায় ছয় মাস ধরে যেন হারিয়ে ছিলেন তিনি। না কোনো শো, না কোনো জনসমক্ষে উপস্থিতি। ভক্তদের মনে প্রশ্ন ছিল অ্যাডেল কোথায়? অবশেষে সেই নীরবতা ভেঙে ফিরলেন সুরের জাদুকরী বিশ্বখ্যাত ব্রিটিশ গীতিকার ও সংগীতশিল্পী অ্যাডেল।
সম্প্রতি টেক্সাসে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সে হাজির হয়ে ফের শিরোনামে আসেন তিনি। এফ১ ড্রাইভার জর্জ রাসেল ও আন্দ্রেয়া কিমি অ্যান্টোনেলির ইনস্টাগ্রাম পোস্ট করা এক ছবিতে দেখা যায়, ‘হ্যালো’ খ্যাত এই তারকাকে। সম্পূর্ণ কালো লম্বা হাতার পোশাক, সামনে পকেট, ঢিলেঢালা ট্রাউজার, স্কোয়ার-টো বুট, হুপ কানের দুল ও ওভারসাইজ সানগ্লাসে অ্যাডেল যেন আবারও প্রমাণ করে দিলেন—তিনি শুধু কণ্ঠেই নয়, স্টাইলেও এক অনন্য আইকন।
ভক্তরা উচ্ছ্বসিত, কারণ এ যেন এক নতুন অধ্যায়ের সূচনা। ২০২৫ সালের এপ্রিল মাসে বাগদত্তা রিচ পলের সঙ্গে শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল অ্যাডেলকে। এরপর দীর্ঘ বিরতিতে তিনি ছিলেন আড়ালে।
তবে তার আগের বছর, ২০২৪ সালের হ্যালোইন সপ্তাহান্তে লাস ভেগাসে নিজের রেসিডেন্সি শোতে অ্যাডেল তৈরি করেছিলেন এক অবিস্মরণীয় মুহূর্ত। মেরিল স্ট্রিপের বিখ্যাত চরিত্র মাডেলিন অ্যাশটনের সাজে মঞ্চে উঠেছিলেন তিনি।
ভক্তদের কেউই ভাবতে পারেননি, সেই রাতেই ঘটবে এক বাস্তব জাদু। ‘হোয়েন উই ওয়্যার ইয়াং’ গাইতে গাইতে অ্যাডেল হঠাৎই দর্শকদের ভিড়ে দেখতে পান আসল মেরিল স্ট্রিপকে! বিস্মিত কণ্ঠে বলেন, ‘হ্যালো’ এরপর নতজানু হয়ে সম্মান জানান। মুহূর্তেই দুই তারকার আলিঙ্গনে ভরে ওঠে পুরো অডিটোরিয়াম, আর অ্যাডেল গানের মাঝেই আবেগঘন কণ্ঠে বলেন, আই লাভ ইউ।
অ্যাডেলের এ উপস্থিতি প্রমাণ করল, তিনি যেমন সংগীতে জাদু ছড়াতে পারেন, তেমনি তার প্রতিটি জনসমক্ষে ফেরা যেন এক একটি বিশেষ আয়োজন হয়ে ওঠে।
মন্তব্য করুন