রাজু আহমেদ
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সাকিবের বলে অন্তত চার মারব’

জাকিয়া সুলতানা কর্নিয়া। ছবি : সংগৃহীত
জাকিয়া সুলতানা কর্নিয়া। ছবি : সংগৃহীত

গানে যেমন মুগ্ধতা ছড়ান, এবার ব্যাট হাতে তাক লাগাতে মাঠে নেমেছেন সংগীতশিল্পী জাকিয়া সুলতানা কর্নিয়া। শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছেন তিনি। প্রথমবারের মতো ক্রিকেট খেলতে নেমেও আত্মবিশ্বাসে ভরপুর কর্নিয়া। বললেন, ‘সাকিব আল হাসানের বলে অন্তত চার মারব—ছয় না পারলেও!’

সিসিটিতে কর্নিয়া খেলছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের দল ‘স্বপ্নধারা’র হয়ে। টিম পারফরম্যান্স নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমাদের টেস্ট ম্যাচ হয়েছিল, মেয়েদের দল হিসেবে আমরা জিতেছিলাম। পুরো টিমটাই খুব স্ট্রং—বিশেষ করে মেয়েরা অনেক ভালো খেলছে। আমরা তো নিয়মিত খেলোয়াড় নই, কিন্তু টিম স্পিরিট আর শেখার আগ্রহটা অনেক বেশি।’

গান বনাম ক্রিকেট—কোনটা কঠিন? কর্নিয়ার উত্তর, ‘দুটোই কঠিন। তবে গানের চর্চা ছোটবেলা থেকে আছে, তাই ক্রিকেট অপেক্ষাকৃত নতুন। মাত্র কয়েক দিন হলো প্র্যাকটিস করছি। আমাদের কোচ যেভাবে টেকনিক শিখিয়েছেন, তাতে মাঠে নামার সাহস পেয়েছি।’

ক্রিকেট নিয়ে কর্নিয়ার আগ্রহ নতুন নয়। বরং এ খেলাটির প্রতি তার ভালোবাসা গভীর। বললেন, ‘ক্রিকেট আমার খুব পছন্দের খেলা। ফুটবল দেখি না বললেই চলে। গোল হওয়ার আগপর্যন্ত অপেক্ষা করাটা আমার ভালো লাগে না। তবে গোল হলে একটু ভালো লাগে।’

প্রিয় ক্রিকেটারের প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘বাংলাদেশের সব খেলোয়াড়ই ভালো, কিন্তু যদি আলাদা করে বলি, তাহলে শাকিব আল হাসান, মাশরাফী ভাই আর তাসকিন—তারা আমার খুব পছন্দের।’ নিজের একটি স্বপ্নের একাদশের কথাও জানান, যেখানে মাশরাফী থাকবেন অধিনায়ক হিসেবে, সাকিব অলরাউন্ডার আর তাসকিন বোলিংয়ে। সঙ্গে থাকবেন শোবিজের অন্তু, জয়সহ আরও কিছু পরিচিত মুখ।

গানের ব্যস্ততার মধ্যেও কর্নিয়ার খেলা নিয়ে এ আগ্রহ প্রশংসা করছেন অনেকেই। সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘তুমি ছাড়া নেই আলো’ও ভালো সাড়া পাচ্ছে। গানটি প্রকাশ পেয়েছে সুরকার ও গায়ক বেলাল খানের ইউটিউব চ্যানেলে।

কর্নিয়া বললেন, ‘গানটি রোমান্টিক ধাঁচের। টিউন করেছেন বেলাল ভাই, ডিউরেশন দিয়েছেন চন্দন রায়চৌধুরী। আমরা কক্সবাজারে গিয়ে শুট করেছি। গানটি নিয়ে সবার রেসপন্স খুবই ভালো।’

গানের মঞ্চে যে কর্নিয়া নিজের জায়গা পাকা করেছেন, এবার মাঠেও দেখাতে চান সেই একই দৃঢ়তা। তার কথায়, ‘গান যেমন আমার আবেগ, ক্রিকেটও এখন ভীষণ এক্সাইটিং মনে হচ্ছে। হয়তো একদিন ম্যাচ জেতানো শটও মারতে পারব!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সাউথ আরাবিয়া’ নামে বিচ্ছিন্ন রাষ্ট্রের ঘোষণাপত্র প্রকাশ করল এসটিসি ঘনিষ্ঠ গণমাধ্যম

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

খালেদা জিয়ার কবরে ১২ দলীয় জোটের ফুলেল শ্রদ্ধা

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান ভাড়া নিয়ন্ত্রণে অধ্যাদেশ জারি

ফয়েজ আহমদ তৈয়ব-এর ফেসবুক পোস্ট / এনআইআর চালুর পর ক্লোন ফোন নিয়ে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৪

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যাচাই-বাছাইয়ে গিয়ে ২ আ.লীগ নেতা গ্রেপ্তার

দেশের মানুষকে ভালো রাখার জন্য আমৃত্যু লড়েছেন খালেদা জিয়া : খায়রুল কবির

১০

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা

১১

প্রশাসন নিরপেক্ষ না থেকে বিএনপির দিকে ঝুঁকে পড়েছে : হাসনাত

১২

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

১৩

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

১৪

‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

১৫

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

১৬

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

১৭

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

১৮

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

১৯

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

২০
X