বাংলাদেশে তুর্কি সিরিয়ালের পর এবার পাকিস্তানি সিরিয়াল আমদানির উদ্যোগ নিয়েছে কয়েকটি টেলিভিশন চ্যানেল। বিষয়টি নিয়ে প্রকাশ্য আপত্তি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, পাকিস্তানি সিরিয়াল সম্প্রচারকারী কোনো চ্যানেলের সঙ্গে তিনি আর কাজ করবেন না।
বুধবার (২১ মে) দেওয়া পোস্টে যাহের আলভী লেখেন, “শুনলাম পাকিস্তানি সিরিয়াল কিনে আনা হচ্ছে আমাদের দেশে, এবং খুব শিগগিরই তা প্রচার শুরু হবে। বলা হচ্ছে, বেশ চড়া দামে কেনা হয়েছে, এমনকি ডাবিং কাজও ইতোমধ্যে শুরু হয়ে গেছে।”
তিনি জোরালোভাবে উল্লেখ করেন, আমি, যাহের আলভী, স্পষ্ট ভাষায় বলছি—যেসব চ্যানেল পাকিস্তানি সিরিয়াল আমদানি ও সম্প্রচার করবে, তাদের সঙ্গে আমি কোনো নাটকে অভিনয় করব না। আমার নাটকও তাদের চ্যানেলে যাবে না।
এই অবস্থানের পেছনে যাহের আলভী তুলে ধরেন দেশের নাট্যশিল্পের চলমান সংকটের বিষয়টি। তিনি বলেন, বর্তমানে আমাদের ইন্ডাস্ট্রি মারাত্মক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সরকার পরিবর্তনের পর নাটকে বিনিয়োগ একেবারেই কমে গেছে। কিছু ব্যক্তি ছাড়া কেউই নিয়মিতভাবে নাটক প্রযোজনায় অর্থ লগ্নি করছেন না। ফলে, নির্মাতা, অভিনেতা, ক্যামেরাম্যান থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট পর্যন্ত সবাই অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন। তিনি আরও বলেন, ৯০ শতাংশ শিল্পী ও কলাকুশলী ঘরে বসে আছেন। এ অবস্থায় পাকিস্তানি সিরিয়াল সম্প্রচারের সিদ্ধান্ত আমাদের শিল্পকে আরও কোণঠাসা করে তুলবে।
বিদেশি কনটেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়ে যাহের আলভী বলেন, যেখানে আমার দেশের শিল্পীরা কর্মহীন হয়ে দিন কাটাচ্ছেন, সেখানে বিদেশি সিরিয়াল সম্প্রচার মেনে নেওয়া যায় না। এটা শুধু শিল্পীদের নয়, পুরো ইন্ডাস্ট্রির অস্তিত্বের প্রশ্ন।
পোস্টের একপর্যায়ে তিনি নিজের অবস্থানকে লড়াই হিসেবে ব্যাখ্যা করে বলেন, হতে পারে, এটা আমার একার যুদ্ধ। কিন্তু আমি আশা করি, আমার মতো সাহসী শিল্পী যারা রয়েছেন, তারাও এই অবস্থানে আমার পাশে থাকবেন। আগে আমার দেশ, আমার শিল্প, তারপর অন্য কিছু।
যাহের আলভীর এই অবস্থান ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার এই প্রতিবাদকে শিল্পীদের প্রতি দায়িত্বশীলতার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।
মন্তব্য করুন