সম্প্রতি আবারও সমালোচনায় জড়িয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। এর মধ্যেও নতুন গান নিয়ে হাজির হলেন তিনি। গানের শিরোনাম ‘অপরাধ’।
তরুণ মুন্সীর কথায় এ গানের মিউজিক করেছেন সালমান জাইম। গানের ভিডিওতে দেখা যাবে ‘গহীন বালুচর’ খ্যাত আবু হুরায়রা তানভীর ও কেয়া আল জান্নাহকে। গানের নির্দেশনা দিয়েছেন নির্মাতা কামরুল জিন্নাহ।
গানটি নিয়ে নোবেল বলেন, শ্রোতারা গানটি শুনেই মতামত দিবেন। তাদের মতামত জানার অপেক্ষায় রয়েছি। তবে এতটুকু বলতে পারি, গানটি আপনাদের হতাশ করবে না।
এ বিষয়ে আরও জানা গেছে, রিও মেলোডির ব্যানারে ‘অপরাধ’ গানটি প্রযোজনা করেছেন মিনহাজুল আলম সুপ্রিয়।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় গানটি রিও মেলোডির অপিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেসবুক পেইজে প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন