দেশের জনপ্রিয় সব ব্যান্ড গান প্রকাশ থেকে অবসর নিয়েছে যেন। পুরোনো গানেই মঞ্চ মাতিয়ে চলেছে একের পর এক। আসছে না নতুন কোনো গানের দল, নতুন কোনো ব্যান্ড। এই পরিস্থিতিতে জেগে উঠল কয়েকজন তরুণের উদ্যোগে গঠিত গানের দল ‘টক্সিক ব্রেইন’।
ইতোমধ্যে ভার্চুয়াল জগতে পরিচিতিও পাচ্ছে দলটি। সেই পরিচিতি বাড়াতে এবার প্রকাশ করতে যাচ্ছে নতুন মৌলিক গান। তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
আগামী ৩১ মে রিলিজ পেতে যাচ্ছে তাদের তৃতীয় সিঙ্গেল ‘বিষণ্ন সময়’। ২০২২ এ ‘ধ্বংসের শেষে’ টাইটেলে তারা তাদের দ্বিতীয় সিঙ্গেল রিলিজ করে।
ব্যান্ডের শুরুর দিকের কথা জানতে চাওয়ায় বর্তমান গিটারিস্ট জানান, এই ব্যান্ডের শুরুর দিকে নাম ছিল ব্রোকেন। ব্যান্ড মেম্বারদের সঙ্গে তেমন কেমিস্ট্রি না থাকায় ব্যান্ড লিডার এবং ফাউন্ডার আসিফ আদনান সেখান থেকে সরে যান এবং করোনা পরবর্তী সময়ে ‘টক্সিক ব্রেইন’ নামে নতুন ব্যান্ড ফর্ম করেন। তিনি বলেন, আসলে মিউজিক করা খুব একটা সহজ কাজ নয়, তারপর সেটা যদি হয় একটা ব্যান্ড দল তাহলে তো ব্যাপারটা একটু বেশিই কঠিন হয়ে পড়ে। সব সময় সবার সঙ্গে মানসিকতা মিলে না সাধারণত। সেই জায়গা থেকে একটা ব্যান্ডের ভাঙাগড়া থাকেই, ব্যান্ড ফাউন্ডার আসিফ প্রথমে তানজির তারপর একে একে নিলয় পারভেজ এবং অভিকে নিয়ে টক্সিন ব্রেইন নামে যাত্রা শুরু করলেও একটা সময় এসে গিটারিস্ট নিলয় এবং অভি ব্যক্তিগত জীবনের ব্যস্ততার জন্য ব্যান্ড থেকে লিভ নিয়ে নেয়! ২০২৩ এ নতুন গিটারিস্ট মাহাদী সাব্বিরকে নিয়ে ব্যান্ডের কার্যক্রম শুরু করেন আসিফ আদদান, একে একে পুরো একটা এলবাম রেডি করে তারা প্রায় এক বছর সময় নিয়ে। এরপর নতুন করে যুক্ত করেন ইফাজ তাহমিদকে ড্রামার হিসেবে।
এ সময়ে ‘টক্সিক ব্রেইন’ এর লাইন আপ এ লিড গিটারিস্ট হিসাবে আছেন ব্যান্ড ফাউন্ডার আসিফ আদনান, ভোকাল আশদাদ হায়দার চৌধুরী, বেস গিটারে আছেন পারভেজ বেপারি, রিফ গিটার প্লে করছেন মাহাদী হাসান সাব্বির এবং ব্যান্ডের সর্বকনিষ্ঠ সদস্য ইফাজ তাহমিদ ড্রামার, যাকে সাধারণত ব্যান্ডের ব্যাকবোন বলে থাকেন টক্সিক ব্রেইনের মেম্বাররা।
তারা তাদের গানগুলো সাধারণত টক্সিক ব্রেইন নামে অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করছে সেইসঙ্গে এখন থেকে স্পটিফাইসহ বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ পাওয়া যাবে তাদের গান। এ ছাড়াও তাদের ফেসবুক পেজের নাম টক্সিক ব্রেইন, যেখানে ব্যান্ডের সব ধরনের কার্যক্রমের আপডেট পাওয়া যায়। মার্চেন্ডাইজ পার্টনার হিসাবে অনেকদিন ধরে দেশের ব্যান্ড মিউজিকে অবদান রাখা একটা কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ থাকার পরেও কোনো একটা বিশেষ কারণে তারা এখন সেই ব্যাপারেও বড় ধরনের পরিবর্তনের চিন্তাভাবনা করছে।
ব্যান্ডের বর্তমান গিটারিস্ট এবং ম্যানেজার জানান, এখনি তারা এলবাম দিতে চাচ্ছেন না কিন্তু ২০২৪ এর মধ্যে তারা একটা পরিপূর্ণ ইপি দেওয়ার চেষ্টা করবেন, যেখানে ৪ থেকে ৫টা গান থাকার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তারা তাদের চতুর্থ আর পঞ্চম গান ‘শৈশব’ এবং ‘টাকা’ নিয়ে স্টুডিওতে বেশ ব্যস্ত সময় পার করছেন।
মন্তব্য করুন