বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

মনামী ঘোষ। ছবি : সংগৃহীত
মনামী ঘোষ। ছবি : সংগৃহীত

ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ মনামী ঘোষ ছোট ও বড় পর্দায় প্রশংসিত কাজ করেছেন বহুবার। ‘বেলাশেষে’ সিনেমার ‘পিউ’ চরিত্রে যেমন মন জয় করেছেন দর্শকদের, তেমনই সৃজিতের ‘পদাতিক’-এ প্রখ্যাত পরিচালক মৃণাল সেনের স্ত্রী ‘গীতা’ চরিত্রেও নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। তার শারীরিক সৌন্দর্য? সে কথা আলাদা।

সাম্প্রতিক সময়ে মনামী নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে ‘লক্ষ্মী মেয়ে’ হিসেবে উপস্থাপন করেছেন। ভারতীয় একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘বরাবরই আমি লক্ষ্মী মেয়ে। ভালো শ্রোতা, সবার কথা মন দিয়ে শুনি। গুরুজন বা শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দিলে সেটা অবশ্যই গ্রহণ করি, তবে কোনটা ভালো, কোনটা খারাপ— সেটা নিজের বিচার-বিবেচনা, যুক্তি-বুদ্ধি দিয়ে ঠিক করি। এই অর্থে আমি লক্ষ্মী মেয়ের পাশাপাশি দুষ্টুও বটে।’

ঘরের কাজে পারদর্শী নন, এ কথাও মনামী অকপটে স্বীকার করেন। তিনি বলেন, ‘ঘরকন্নার কাজে নিয়মিত পারদর্শী নই। তবে কেউ আমাকে কিছু গুছিয়ে দিতে বললে, তা করতে পারব। দু-এক দিন হয়ত বিশেষ রান্না করে খাওয়াতে পারি, কিন্তু প্রতিদিন তা সম্ভব নয়। এই মিশেলেই আমি— কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘অলক্ষ্মী’। আমি চাইলে দারুণ খাবার অর্ডার করতেও পারি।’

মনামী আরও বলেছেন, লক্ষ্মী মেয়ের সংজ্ঞা শুধু ঘরকর্ম নয়, বরং জীবনের সব ক্ষেত্রকে ব্যালেন্স করার ক্ষমতা। তিনি বলেন, ‘বাড়িতে প্রতিবারই লক্ষ্মীপূজা করি। আমার কাছে লক্ষ্মী মেয়ের মানে হলো— সবটা সুন্দরভাবে সামলানো, মাথা ঠান্ডা রেখে সমাধান করা এবং যার সঙ্গে কথা বললে মন ভালো হয়ে যায়। এমন অনেক লক্ষ্মী আমাদের চারপাশে ছড়িয়ে আছেন।’

নিজের কাজের ক্ষেত্রেও মনামী লক্ষ্মীলাভকে গুরুত্ব দেন, তবে সবসময় তার লক্ষ্য তা নয়। তিনি বলেন, “সদ্য আমার মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে। কিন্তু লক্ষ্মীলাভের আশায় কাজ করি না। দর্শকের ভালোবাসা এবং মা লক্ষ্মীর কৃপা থাকলেই সেটি নিজে থেকেই আসে। তাই ‘আইলো উমা বাড়িতে’ বা ‘কল্কি’ মিউজিক ভিডিও দিয়ে মনের খিদে মিটিয়েছি।”

অভিনয় জীবন শুরু করেছিলেন মাত্র ১৭ বছর বয়সে, ডিডি বাংলার ‘সাতকাহন’ সিরিয়ালের মাধ্যমে। এরপর দুই যুগ ধরে ধারাবাহিক, চলচ্চিত্র ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে আসছেন। উল্লেখযোগ্য ধারাবাহিক— ‘সোনার হরিণ’, ‘এক আকাশের নিচে’, ‘একদিন প্রতিদিন’, ‘বিন্নি ধানের খই’, ‘পুণ্যি পুকুর’, ‘আমলকী’, ‘ইরাবতীর চুপকথা’।

বড় পর্দায় ২০০৪ সালে ‘কালো চিতা’ সিনেমার মাধ্যমে পা রাখেন মনামী। এরপর ‘এক মুঠো ছবি’, ‘বক্স নাম্বার ১৩১৩’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ভূতের ভবিষ্যৎ’, ‘বেলাশেষে’, ‘মাটি’, ‘বেলাশুরু’, ‘পদাতিক’ এর মতো সিনেমায় কাজ করেছেন। পাশাপাশি, তার গানের দক্ষতাও কম নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালবাগ কেল্লায় গ্রুপ মেডিটেশন ও ইয়োগার আয়োজন

ট্রফি না দেওয়ায় নকভির চাকরি খেতে চায় বিসিসিআই

গুম হওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সালাহউদ্দিন আহমদ

আকিজ বেকার্স লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স উদযাপন

তারেক রহমান ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করবেন : মাহবুবুর রহমান 

আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে তারেক রহমানের বার্তা

স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য রক্ষায় মানুন এই ৫ নিরাপত্তা টিপস

নারীর মর্যাদা ও ক্ষমতায়নই হবে আগামীর বাংলাদেশের শক্তি : মীর হেলাল

বাদীর জিম্মায় জামিন পেলেন ছাত্রদল নেতা শাওন

দেবকে নিয়ে শুভশ্রীকে যা বললেন শান

১০

স্বাভাবিক এক্সিট নিয়ে এ দেশেই থাকতে চাই : ধর্ম উপদেষ্টা

১১

ইসরায়েলি বাহিনীর হাতে বন্দির সময়কার অভিজ্ঞতা জানালেন শহিদুল আলম 

১২

ধানের শীষের পক্ষে ভোট চাইলেন ড. ফরিদুজ্জামান ফরহাদ

১৩

নিজ ঘরে স্বামী-স্ত্রীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার

১৪

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৫

গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : উপদেষ্টা সাখাওয়াত

১৬

ব্যাচেলরদের শোবার ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

১৭

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

১৮

রিমান্ড শেষে সাবেক এমপি পাভেল কারাগারে 

১৯

ইশরাক-নুসরাতের বাগদান নিয়ে নুরের ফেসবুক পোস্ট

২০
X