বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:২০ এএম
অনলাইন সংস্করণ

দ্বন্দ্বে জড়ালেন জোজো-পৌষালী

জোজো মুখার্জি ও পৌষালী ব্যানার্জি I ছবি: সংগৃহীত
জোজো মুখার্জি ও পৌষালী ব্যানার্জি I ছবি: সংগৃহীত

মঞ্চে গান গাইতে গিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন ওপার বাংলার দুই প্রজন্মের দুই জনপ্রিয় সংগীতশিল্পী জোজো মুখার্জি ও পৌষালী ব্যানার্জি। যেখানে সুরের মেলবন্ধন হওয়ার কথা ছিল, সেখানেই শুরু হয় তর্ক-বিতর্ক, যা এখন গড়িয়েছে তীব্র ব্যক্তিগত ক্ষোভে। একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ এনেছেন তারা, আর সেই ঘটনাকে ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া।

ভারতীয় গণমাধ্যমে এ বিষয়ে পৌষালী ব্যানার্জি বলেন, ‘এদিন আমাদের আগে অনুষ্ঠান ছিল। আমার পরে জোজোদির অনুষ্ঠান ছিল। সাধারণত, যাদের পরে অনুষ্ঠান থাকে তারা আগে সাউন্ড চেক করেন। সেভাবেই জোজোদির টিমের আগে সেসব করার কথা ছিল। কিন্তু তিনি ও তার টিম সময়মতো পৌঁছাতে পারেনি। প্রায় এক ঘণ্টা পরে পৌঁছায়। সবকিছু ঠিক করতে অনেকটা সময় লাগে।‘

তিনি আরও বলেন, মঞ্চে জায়গা এতটাই কম ছিল যে, জোজোদির টিম সব বাদ্যযন্ত্র রাখার পর আমাদের আর দাঁড়ানোর জায়গা ছিল না। ড্রামকিটটা সরানোর জন্য অনেক অনুরোধ করি জোজোদির টিমের কাছে। ওটা সরালেই আমরা স্বাচ্ছন্দ্যে দাঁড়াতে পারি। কিন্তু জোজোদির টিম যখন আমাদের অনুরোধ শোনে না, একটু কথা-কাটাকাটি হয়। আমরা মঞ্চের ওপর ঠিকভাবে দাঁড়াতে পারছিলাম না, তখন বাধ্য হয়ে ক্লাবের সদস্যদের উপস্থিতিতে আমরা দেড়-দুই ফুটের মতো সরিয়ে রাখি বাদ্যযন্ত্রটি। এই পুরো বিষয়টি একেবারে ভুলভাবে দিদির কাছে ব্যাখ্যা করা হয়।

তার কথায়, আমার অনুষ্ঠান শেষে জোজোদি মঞ্চে উঠে মাইকে সকলের সামনে বিষয়টি নিয়ে কথা বলেন। তারপরও উনি থামেননি। বাড়ি ফিরে লাইভ করে আবারও কথাগুলো বলেছেন। আমি শুধু এটুকুই বলতে চাই, আমি উনার থেকে অনেক জুনিয়র। আমি সিনিয়রদের কাছে নত হয়ে থাকতেই ভালোবাসি। কিন্তু যে ভুল আমি করিনি তার দায় আমি নিতে পারব না। প্রয়োজন হলে ঘটনার সত্যতার প্রমাণ দেব।

এদিকে এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন সংগীতশিল্পী জোজো মুখার্জি। সেখানে তিনি বলেন, ‘এত বছর ধরে আমি একজন সংগীতশিল্পী। নিজের পরিশ্রমে নিজের জায়গা নিজেকে অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে তৈরি করে নিতে হয়েছে। কলকাতা শহরের এমন কোনো জায়গা নেই, যেখানে আমি অনুষ্ঠান করিনি। আজও সেভাবেই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমার সঙ্গে এমন কিছু হয়, যার ফলে আমার মারাত্মক রাগ হয়েছে। এত রাগ বোধহয় আমার আগে কারও ওপর হয়নি। আমার জুনিয়রদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে ব্যতিক্রম অনেকে আছেন।’

পৌষালীর বিরুদ্ধে অভিযোগ তুলে জোজো বলেন, ‘আমাদের সংগীত দুনিয়াটা খুব ছোট। সকলকেই কমবেশি অ্যাডজাস্ট করতে হয়। আমার টিমের সদস্যরা আগে গিয় সাউন্ড চেক করে রেস্টরুমে চলে যায়। এই সময় পৌষালী ও তার টিমের সদস্যরা আসেন এবং আমাদের অনুমতি ছাড়াই আমাদের বাদ্যযন্ত্র সরিয়ে দেয়। আমাদের না জানিয়ে এমনটা করেছে, এটা একপ্রকার অসভ্যতা।

তিনি আরও বলেন, ‘পৌষালীর টিম আমাদের সঙ্গে অসভ্যতা করেছে। ওদের উচিত ছিল আমাদের বলা। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। এই অসম্মানের পর শো করতাম না। কিন্তু ওখানে উপস্থিত দর্শক-শ্রোতাদের জন্য শোটা করেছি। এভাবে কারও অনুমতি ছাড়া মঞ্চ থেকে বাদ্যযন্ত্র সরানো যায় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি

৪১ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

ছুটির বিকেলে ঝটপট বানিয়ে ফেলুন চিকেন পাকোড়া

একই দিনে আবার বাড়ল স্বর্ণের দাম

নিয়োগ দিচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

কুমিল্লা-৬ আসনে বিক্ষোভ

যে ভালো চুম্বন করতে পারে তাকে আমার পছন্দ : মালাইকা

তবে কী ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?

স্ক্রিনে ভেসে ওঠে মৃতদেহ, প্রিয়জন খোঁজে গাজার মানুষ

নিবন্ধন পেল এনসিপিসহ ৩ দল : ইসি সচিব

১০

নোয়াখালীতে ট্রাকচাপায় নিহত ৫

১১

মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করতে নিষেধ করলেন সেলিমুজ্জামান

১২

আল্লাহ কাউকে রোগবালাই দিও না, একদম ডিরেক্ট মৃত্যু দিও: জ্যোতি

১৩

৩৫ বছরেই যে কারণে হতে পারে হার্ট অ্যাটাক

১৪

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ২১১০ কোটি টাকা দুর্নীতি হয়েছে : টিআইবি 

১৫

চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন তরুণী, অতঃপর…

১৬

মেহেরপুর-২ আসনে দুপক্ষের সংঘর্ষ

১৭

মালিবাগে বাসা থেকে তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার, স্বামী পলাতক

১৮

বর্তমান সরকার দুটি দলের ওপর ভর করে টিকে আছে : মির্জা আব্বাস 

১৯

প্রার্থী তালিকায় ইশরাক, যা বললেন নুসরাত

২০
X