নির্দ্বিধায় নানা বিষয়ে কথা বলে মাঝেমধ্যেই আলোচনায় চলে আসেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। খোলামেলা পোশাকে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেও হন চর্চিত।
মাঝেমধ্যেই শাড়ির সঙ্গে হাতকাটা ব্লাউজ পরতে দেখা যায় স্বস্তিকাকে। সম্প্রতি এক অনুষ্ঠানে কালো স্লিভলেস পরে হাজির হন এই অভিনেত্রী। সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার হাত মোটা তাতে কি? হাতকাটা বেলাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা বেলাউজ (ব্লাউজ) না, মেয়ের টপ। আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, বেলাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।’
পোস্টে অভিনেত্রী স্বস্তিকার ভাবনার সঙ্গে নেটিজেনদের অনেকেই সহমত প্রকাশ করেছেন। এর আগে ভারতীয় সংবাদমাধ্যমকে স্বস্তিকা বলেছিলেন, ‘পুরোবিশ্বে এত পরিবর্তনের মধ্যে আমরা আশা করেছিলাম মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। হ্যাঁ, অবশ্যই হয়েছে, তবে তা শুধুই নিম্নগামী বা নরকের পথে পরিবর্তন। আজ শুধু আমি কেন, যে কোনো মেয়ে যদি পুরুষের মতো মদের দোকানে যায়, শর্টস পরে, সিগারেট খায়, সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে। কিন্তু চুপ করে থাকার তো কোনো মানে নেই, প্রতিবাদ করতে হবে। না করলে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকারও মানে নেই।’
মন্তব্য করুন