সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় দেখা যায় কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। মাঝেমধ্যেই ভক্তদের সঙ্গে তিনি শেয়ার করেন নিজের ভালোমন্দ অনুভূতিগুলো। সোজাসাপ্টা কথা বলে কখনো হন প্রশংসিত আবার কখনো কটাক্ষের শিকার। এবার নৃত্যের ভিডিও শেয়ার করে সোরগোল তুলেছেন এই অভিনেত্রী।
‘আজকাল তেরে-মেরে পেয়ারকে চার্চে হার জাবান পার’—গানের সঙ্গে বন্ধ ঘরে নেচেছেন শ্রীলেখা। সঙ্গী ছিলেন এক যুবক। এ নাচের জন্য ভিডিওর নিচে মন্তব্যের ঘরে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। একজন লিখেছেন ‘এটা দারুণ!’ কেউ লিখেছেন, ‘২০ বছর বয়সী মনে হচ্ছে!’
নাচের ভিডিওতে সালোয়ার কামিজ পরে, খোলা চুলে মেকআপ ছাড়া নাচতে দেখা গেছে শ্রীলেখাকে। অভিনেত্রীর সঙ্গের তরুণটিও ছিলেন ক্যাজুয়াল পোশাকে। তবে তার পরিচয় অজানা।
অভিনয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও ভক্তদের মন জয় করেছেন শ্রীলেখা। শিগগিরই আসছে পথকুকুরদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘পারিয়া’। এতে শ্রীলেখার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে।
শ্রীলেখা মিত্রের নাচের লিংক : https://www.instagram.com/reel/CuAPNkwpzjt/?img_index=1
মন্তব্য করুন